Advertisment

West Bengal News Live Updates: 'উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে', ফের ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক

West Bengal News Live Updates Today 18 Nov, 2024: চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে প্রথমেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই একে একে মেলে সাফল্য।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Banerjee, Abhishek Bandyopadhyay, abhishek bandopadhyay, TMCP, Kolkata High Court, CBI, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট, সিবিআই

News in West Bengal Live: রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Live Updates: দিন কয়েক আগেই কসবায় কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। কোনও কারণে পিস্তল থেকে গুলি বেরোয়নি। বরাতজোরে প্রাণে বাঁচেন ওই কাউন্সিলর। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে খাস কলকাতায় এমন রোমহর্ষক কাণ্ডে স্বভাবতই উদ্বেগে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল। এবার তাই পুলিশকে বাড়তি সতর্কতা নিতে স্পষ্ট নির্দেশ।

Advertisment

এবার কলকাতার তৃণমূল কাউন্সিলরকে গুলিকাণ্ডের পর থেকে চূড়ান্ত তৎপরতা নিয়ে ফেলেছে পুলিশ। কলকাতা শহর জুড়ে রবিবার সন্ধ্যা থেকে চালু হয়ে গেছে নাকা চেকিং। রবিবার সন্ধ্যা থেকে চালু হয়ে গিয়েছে এই পুলিশি তৎপরতা। রাত ৬টা থেকে ৮টা এবং রাত ১টা থেকে রাত ৩টে। দুই পর্বে শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

খাস কলকাতা শহরে এমন ঘটনায় উদ্বেগে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল। সেই কারণেই প্রশাসনের একেবারে উপর মহল থেকে পুলিশকে কঠোর হাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা এড়াতে পুলিশকে যথোপযুক্ত সবরকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

  • Nov 18, 2024 18:04 IST
    West Bengal News Live: ফের অভিষেকের হয়ে ব্যাট ধরলেন বিধায়ক হুমায়ুন কবীর

    ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'অবিলম্বে অভিষেককে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করা হোক', বললেন হুমায়ুন কবীর। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার', মন্তব্য হুমায়ুন কবীরের।



  • Nov 18, 2024 14:10 IST
    West Bengal News Live: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

    ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। বিহার থেকে মূল অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সুজল প্রসাদের সঙ্গেই গ্রেফতার সানি নামে আরও এক অভিযুক্ত। এই নিয়ে ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।



  • Nov 18, 2024 13:53 IST
    West Bengal News Live: দিকে দিকে হিংসা, জ্বলছে আগুন, শান্তি বৈঠকে শাহ

    ফের জ্বলতে শুরু করেছে মণিপুর। গত সপ্তাহে জিরিবাম জেলায় নদীতে ৬ জনের মৃতদেহ ভাসতে দেখা যায়। এর পর ফের হিংসা ছড়িয়ে পড়ে মণিপুরে। 



  • Nov 18, 2024 13:49 IST
    West Bengal News Live: ট্যাব দুর্নীতিতে জালে আরও ৩

    ট্যাব দুর্নীতিতে ক্রমেই বাড়ছে ধৃতের সংখ্যা। এবার শিলিগুড়ির ভক্তিনগরে অভিযান চালায় কলকাতা পুলিশের বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। 

    বিস্তারিত পড়ুন- Tab Scam: ট্যাব কেলেঙ্কারির তদন্তে ফের সাফল্য, পুলিশের জালে আরও ৩



  • Nov 18, 2024 12:40 IST
    জিতলেন সর্বকনিষ্ঠ কোটিপতির খেতাব....! চমকে দিলেন কে?

    মাত্র ২১ বছর বয়সে স্রেফ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ৩৬০০ কোটি টাকার সম্পত্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। তকমা পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ কোটিপতির



  • Nov 18, 2024 12:22 IST
    West Bengal News Live: কবে ফিরবে মধ্যবিত্তের সুদিন?

    মধ্যবিত্তের জন্য ফিরতে চলেছে সুদিন? স্পস্ট করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের মুদ্রাস্ফীতি মাথা চাড়া দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দাপটে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। কবে মিলবে সুরাহা? এই প্রশ্নেই চিন্তিত সকলে।



  • Nov 18, 2024 11:25 IST
    West Bengal News Live: অ্যাক্রোপলিস মলে আগুন

    ফের কলকাতায় আগুন। পাঁচ মাসের ব্যবধানে আবারও কসবার আক্রোপলিস মলে আগুন লেগে যায়। ফুডকোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত মল থেকে বাইরে বের করা হয় সব কর্মীদের। অগ্নিকাণ্ডের পর মল কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 



  • Nov 18, 2024 10:20 IST
    West Bengal News Live: ইরানে ক্ষমতার রদবদল

    ইরানের রাজনীতি বড়সড় পরিবর্তন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে।



  • Nov 18, 2024 10:19 IST
    West Bengal News Live: দুষণের দাপটে ধুঁকছে দিল্লি!

    দিল্লির বাতাসের 'গুণমান' চলতি মরসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে গিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমান দেরিতে চলছে। দূষণের কারণে স্কুলগুলি আবারো অনলাইনে মোডে ফিরে যেতে বাধ্য হয়েছে।  



  • Nov 18, 2024 10:16 IST
    West Bengal News Live: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা

    ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চলল হামলা। হিজবুল্লাহ'র ড্রোন হামলার এক মাস পর কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ধেয়ে আসে দুটি ফ্ল্যাশ বোমা। এই ঘটনাকে এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। যদিও হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাসভবনে ছিলেন না।



  • Nov 18, 2024 10:06 IST
    West Bengal News Live:পর্যটকদের স্বার্থে স্বপ্নের উদ্যোগ দিঘায়!

    দিঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য দারুণ দারুণ সব বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। এবার পর্যটকদের স্বার্থেই আরও এক অনন্য উদ্যোগ রাজ্যের। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে গড়ে উঠছে সত্যজিৎ রায় পার্ক। অপু-দুর্গা থেকে গুপি-বাঘা! বাচ্চা থেকে বয়স্ক, সবারই মন কাড়বে এই সত্যজিৎ রায় পার্কের অন্দরসজ্জা, এমনই মনে করছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষব বা DSDA-এর কর্তারা।

    বিস্তারিত পড়ুন- Digha: পর্যটকদের মনোরঞ্জনে স্বপ্নের উদ্যোগ! দিন কয়েকেই দিঘার মুকুটে জুড়ছে নতুন পালক



  • Nov 18, 2024 09:22 IST
    West Bengal News Live: হুড়মুড়িয়ে ভাঙল পরিত্যক্ত কারখানা

    কলকাতা শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পরিত্যক্ত কারখানা। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। গতরাতেই ঘটনাস্থলে ছুটে যান মেয়র ফিরহাদ হাকিম। কারখানাটি বহু পুরনো হওয়ায় দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল। রবিবার রাতে আচমকা কারখানার একাংশ ভেঙে পড়ে। দু'জনের মৃত্যুর আশঙ্কা।



  • Nov 18, 2024 09:18 IST
    West Bengal News Live: যুবককে পিটিয়ে 'খুন'!

    চূড়ান্ত উত্তেজনা উত্তর ২৪ পরগনার শাসনে। এক যুবককে পিটিয়ে খুন করে তার মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শাসন। রবিবার রাতে শাসনের খড়িবাড়ি এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।



  • Nov 18, 2024 09:15 IST
    West Bengal News Live: এবারের শীত গড়বে বিরাট রেকর্ড?

    গোটা রাজ্যেই শীতের আমেজ এসে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকলের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েক দিন। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। পুরুলিয়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ইতিমধ্যে ১৩ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: শীত নিয়ে সাড়াজাগানো খবর! ভেঙে চুরমার হবে আগের অনেক রেকর্ডই! জানুন লেটেস্ট আপডেট



Bangla News west bengal latest news Bengali News Bengali News Today West Bengal News
Advertisment