West Bengal Weather News: শীত নিয়ে এবার আরও সুখবর। আরও কমবে তাপমাত্রা। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার সব রকম পরিস্থিতি অনুকূল রয়েছে। অল্প দিনের মধ্যেই বাংলার জেলায়-জেলায় আর নামবে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত কবে থেকে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এসে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকলের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েক দিন। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। পুরুলিয়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ইতিমধ্যে ১৩ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও শীতের আমেজ। সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডার আমেজ থাকছে তিলোত্তমা মহানগরীতে। সকালের দিকে কলকাতার কোনও কোনও অংশে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। গতকাল রাতে কলকাতা শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। নতুন করে আগামী তিন-চারদিনের মধ্যে কলকাতা শহরের তাপমাত্রা আর নামবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এককথায় ফাটাফাটি ওয়েদার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালম্পঙে। পাহাড়নগরী দার্জিলিঙের তাপমাত্রা গতকালই ৯ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। দুরন্ত ওয়েদারে দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে কাতারে কাতারে পর্যটক (Tourists)। আগামী দুই-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
জাঁকিয়ে শীত কবে থেকে?
তাপমাত্রার পারদ আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নামছে। রাজ্যজুড়ে তাপমাত্রা আরও নেমে যাবে অল্প দিনের মধ্যেউ। ঠান্ডার কামড়ও বাড়তে থাকবে। তবে হাড়কাঁপানো শীত কবে থেকে পড়তে পারে.. সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।