/indian-express-bangla/media/media_files/2025/09/17/primary-teachers-2025-09-17-12-22-21.jpg)
Primary teachers crisis: প্রতীকী ছবি।
West Bengal teachers protest:এবার শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশের অসংখ্য প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা বর্তমানে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটি নির্দেশের ফলে ২০১০ সালের ২৩ আগস্টের NCTE নোটিফিকেশনের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি নিয়ে ঘোরতর সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের ফলে বহু শিক্ষক-শিক্ষিকা, যাঁরা দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে শিক্ষাদানের কাজ করে চলেছেন, তাঁদের কর্মহীন হয়ে পড়ার ঘোরতর আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে, Usthi United Primary Teachers Welfare Association (UUPTWA) রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে দুটি আলাদা চিঠি জমা দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্য প্রাথমিক শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারের কাছে।
ওই চিঠিতে সংগঠনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। প্রকট এই সমস্যার আশু সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ ও আলোচনার উদ্যোগ গ্রহণ করা দরকার। এমনকী শিক্ষামন্ত্রী ও প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দ্রুত বৈঠকেরও অনুরোধ জানানো হয়েছে এই সংগঠনের তরফে।
আরও পড়ুন-Body recovery:২০ দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, অপহরণ করে খুন? কে গ্রেফতার জানেন?
সংগঠনের সভাপতি শ্রী সন্দীপ ঘোষ একটি বিবৃতিতে বলেন, “আজ লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকার জীবিকা সংকটের মুখে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করা হোক এবং শিক্ষক সমাজকে অনিশ্চয়তার অন্ধকার থেকে মুক্তি দেওয়া হোক।”
আরও পড়ুন-SSC exam:নোয়া পরেই SSC পরীক্ষা গৃহবধূর, বিতর্ক বাড়তেই স্পষ্ট করল পুলিশ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us