Sujaykrishna Bhadra: হেফাজতে নিলেই খাচ্ছেন না 'কাকু', CBI-এর কথা শুনে সুজয়কৃষ্ণকে জেলে পাঠাল আদালত

Sujay Krishna Bhadra-CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই শ্যোন অ্যারেস্ট করে তাকে। শনিবার সুজয়কৃষ্ণ ভদ্রের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়।

Sujay Krishna Bhadra-CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই শ্যোন অ্যারেস্ট করে তাকে। শনিবার সুজয়কৃষ্ণ ভদ্রের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
ED collected voice samples of Sujaykrishna Bhadra at Joka ESI Hospital

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্র।

primary recruitment scam-sujaykrishna bhadra: জামিনের আর্জি খারিজ করে ফের জেল হেফাজতে পাঠানো হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। শনিবার পর্যন্ত তার সিবিআই হেফাজতের মেয়াদ ছিল। সেই মেয়াদ শেষে আজ ফের তাকে আদালতে তোলা হয়েছিল। তবে এদিন নতুন করে কালীঘাটের কাকুকে আর হেফাজতে নিতে চায়নি সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্রকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Advertisment

এর আগে গত মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। শনিবার দিন তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হতে আবারও বিচার ভাবনে সুজয় কৃষ্ণ ভদ্রকে তোলা হয়। তবে সিবিআই আইনজীবী আদালতে জানান, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া বন্ধ করছেন। এমনকী তার জরুরী কিছু ওষুধ পত্র তিনিও নিচ্ছেন না। এই পরিস্থিতিতে তার শরীর আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে। আপাতত তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে নতুন করে হেফাজতে চায়নি সিবিআই।

অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জামিনের আবেদন জানান। এক্ষেত্রেও তার শারীরিক অসুস্থতার কথা জানানো হয় বিচারককে। তবে ফের সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। তাকে জেল হেফাজতে পাঠানো হয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: মৌলবাদীদের স্বর্গরাজ্য বাংলাদেশ! ফের মন্দিরে হামলা, কালী মূর্তি ভাঙচুরের অভিযোগ

আরও পড়ুন- Kolkata Metro: দমদম থেকে আর ছাড়বে না মেট্রো, বিরাট সিদ্ধান্ত পাতালরেলের

উল্লেখ্য কিছুদিন আগেই ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণের জেল মুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দ্রুত সংশোধনাগার থেকেই সুজয় কৃষ্ণ ভদ্রকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। আদালতের নির্দেশে গত মঙ্গলবার রাতের দিকে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গত কয়েকদিন দফায় দফায় জেরার পর  শনিবার এবার কালীঘাটের কাকুকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন- Jhargram News: 'বাঘ ঘুরছে, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলুন', ঝাড়গ্রামের লোকালয়ে মাইকিং

cbi Recruitment Scam Bangla News Bengali News Today Sujaykrishna Bhadra news in west bengal news of west bengal