Advertisment

Sandip Ghosh: আদালতে ঢুকতেই 'চোর' স্লোগান, ৮ দিনের CBI হেফাজতে সন্দীপ ঘোষ

Sandip Ghosh-CBI: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক অনিয়ম তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষ ছাড়াও আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রত্যেককেই আজ আলিপুর আদালতে তোলা হয়েছিল। সন্দীপ ঘোষ-সহ বাকিদের দেখেই 'চোর' স্লোগান ওঠে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
rg kar case Sandip Ghosh sent to CBI custody for 8 days, সন্দীপ ঘোষ, সিবিআই, আরজি কর

আলিপুর আদালতে সন্দীপ ঘোষ। এক্সপ্রেস ফটো: সন্দীপ ঘোষ।

Sandip Ghosh sent to CBI custody: ৮ দিনের সিবিআই হেফাজত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৪ জনের। গতকাল রাতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ-সহ ৪। আজ তাদের আলিপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক সন্দীপ ঘোষ-সহ বাকিদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisment

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে। একটানা দু'সপ্তাহেরও বেশি দিন ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকালই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সেই সঙ্গে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। গতরাতেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর আজ সন্দীপ-সহ বাকিদের আলিপুর আদালতে তোলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিচারক ধৃতদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

এদিন আলিপুর আদালতে তোলার সময় পিছনের দরজা দিয়ে সন্দীপ ঘোষ-সহ বাকিদের নিয়ে ঢোকে সিবিআই। ততক্ষণে কোর্ট চত্বর ফেটে পড়ছে 'চোর-চোর' স্লোগানে। মাস্ক পরা অবস্থায় কাঠগড়ায় ওঠেন সন্দীপ ঘোষ। সন্দীপকে মাস্ক খুলতে বলেন উপস্থিত আইনজীবীরা। তুমুল হট্টগোল শুরু হয় কোর্ট চত্বরে। তখনই বিচারক চারজনকে সামনে ডেকে নেন। প্রবল অস্বস্তির মুখে কার্যত মাস্ক খুলে ফেলতে বাধ্য হন সন্দীপ।

আরও পড়ুন- Mamata Banerjee on Aparajita Bill 2024: 'আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই', বিধানসভায় শুভেন্দুদের হুঙ্কার মমতার

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! অবিশ্বাস্য কীর্তি, নয়া ইতিহাস গর্বের পাতালরেলের

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। দুর্নীতির শিকড়ে পৌঁছতে সন্দীপ-সহ বাকিদের জেরা অত্যন্ত প্রয়োজন বলে আদালতে দাবি করে সিবিআই। আপাতত ১০ দিনের জন্য তাদের হেফাজতে চাওয়া হয়েছিল। তবে বিচারক আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চারজনকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- Suvendu Adhikari: নারী সুরক্ষায় অপরাজিতা বিল ২০২৪ সমর্থন, তবে শুভেন্দু কী কী প্রস্তাব দিলেন জানেন?

এদিকে আজ বৃষ্টি মাথায় নিয়ে 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে ইএম বাইপাসে দীর্ঘ ১৪ কিলোমিটার মানববন্ধন করলেন চিকিৎসক, নার্স, অন্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। তিলোত্তমা আজ দেখাল প্রতিবাদের অন্য ভাষা। রাস্তার ধারে সুশৃঙ্খলভাবে বাইপাস জুড়ে নজিরবিহীন মানববন্ধনের সাক্ষী থাকল শহর কলকাতা। রাস্তার ধারে অভিনব এই কর্মসূচি পালন করলেও সচল থাকল যান চলাচল। উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত দীর্ঘ মানববন্ধন চলল কলকাতার একাংশে। ১৪ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বহু সিনিয়র চিকিৎসকরাও এদিন সামিল ছিলেন। সুশৃঙ্খল নীরব আন্দোলন চলল শহরে।

RG Kar Medical College sandip ghosh cbi
Advertisment