Protest against Waqf law turns violent in Murshidabad: ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের দিকে-দিকে। জঙ্গিপুর থেকে শুরু হওয়া অশান্তির স্রোত ছড়িয়ে পড়ে সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকায়। বেপরোয়াভাবে ভেঙে তছনছ করে দেওয়া হয় সরকারি-বেসরকারি সম্পত্তি। শুক্রবারের পর শনিবারেও অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে BSF। মুর্শিদাবাদের এই অশান্তি নিয়ে এবার BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন BJP সাংসদ দিলীপ ঘোষ। কোনও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভিডিও-তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
সোশ্যাল মিডিয়ায় পাল্টা একটি ভিডিও পোস্ট করে দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, "অভিষেকবাবু আপনার সেই অফিসাররা কোথায়, তাঁদের মুর্শিদাবাদে পাঠান না...যাঁদের জন্য গর্ব বোধ করেছিলেন। গিয়ে দেখুন রাস্তায় শ'য়ে-শ'য়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার-হাজার দোকানা ভেঙে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে। হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে পেটানো হচ্ছে। তখন তো আপনার পুলিশকে দেখতে পাই না। কলকাতায় বসে পুলিশের প্রশংসা করছেন, যারা হিন্দুদের সমস্যার সময় থাকে না, আমরা দেখতে পাই না। তাঁদের প্রশংসা করছেন। বিজেপি নবান্ন অভিযান করলে আপনি গুলি চালাতে চান। আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যখন আগুন জ্বালাচ্ছে তখন তো গুলি-বন্দুক দেখতে পাচ্ছি না।"
আরও পড়ুন- West Bengal News Live: হনুমান জয়ন্তীতে পথে BJP, কলকাতার দিকে-দিকে গাড়ি থামিয়ে গেরুয়া পতাকা লাগালেন সুকান্তরা
অভিষেক ব্যানার্জি বলেছিল, হাসপাতাল-গাড়ি-পুলিশের আউটপোস্ট যারা ভাঙে, তাদের মাথার মাঝখানে গুলি করা উচিত। এখন কোথায় গেল...
Posted by Dilip Ghosh on Saturday, April 12, 2025
আরও পড়ুন- Protest against Waqf law: 'গুণ্ডামি রুখতে অত্যন্ত কড়া হবে পুলিশ', মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে কঠিন বার্তা DG-র
এদিকে রাজ্যে ওয়াকফ-অশান্তি রুখতে আজ শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে শনিবার মুখ্যমন্ত্রী লিখেছেন, "সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা।"
আরও পড়ুন- Waqf Act: 'এই আইন রাজ্যে লাগু হবে না, দাঙ্গা কিসের?', উসকানিতে রেয়াত নয়, শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর