/indian-express-bangla/media/media_files/2025/08/27/metro-2025-08-27-10-01-16.jpg)
Rail tunnel communication infrastructure: বরানগর স্টেশনে মেট্রোরেলের জেনারেল ম্যানেজার-সহ অন্য কর্তারা।
TETRA communication system:কলকাতা মেট্রো রেলওয়ে নীল লাইন (বেলগাছিয়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ভূগর্ভস্থ টানেল) এবং হলুদ লাইন-এ উন্নত TETRA (Terrestrial Trunked Radio) যোগাযোগ ব্যবস্থা সফলভাবে চালু করেছে। এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, ভূগর্ভে চলমান ট্রেনের নিরাপদ চলাচল ও সমন্বয়ের জন্য টানেলের ভেতরে নিরবচ্ছিন্ন, নিরাপদ এবং সময়োপযোগী কমিউনিকেশন অপরিহার্য। নতুন TETRA সিস্টেমটি ট্রেন চালক, স্টেশন নিয়ন্ত্রক ও অপারেশন কন্ট্রোল সেন্টারের (OCC) মধ্যে সুরক্ষিত এবং বাস্তব-সময়ের যোগাযোগ নিশ্চিত করে, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক।
নীল এবং হলুদ লাইনের সিস্টেম সফলভাবে চালু হওয়ায়, এখন এটি আগের উপস্থিত পার্পল এবং অরেঞ্জ লাইনের TETRA সিস্টেমের সঙ্গে একক যোগাযোগ প্ল্যাটফর্মে সংযুক্ত। ফলে চারটি লাইন জুড়ে একটি শক্তিশালী, অবিচ্ছিন্ন ও প্রবাহমান কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে উঠেছে, যা ট্রেন পরিচালনা, জরুরি সাড়া এবং সিস্টেম মনিটরিং আরও কার্যকর করে তুলেছে।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বলেন, “বৃহৎ অংশে নিউগ্রীন ও হলুদ লাইন ভূগর্ভস্থ হওয়ায়, নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত যোগাযোগ অপরিহার্য। ঐতিহাসিকভাবে, TETRA সিস্টেমের কমিশন ও ইন্টিগ্রেশন মেট্রো রেলওয়েকে একটি শক্তিশালী ভরসার প্ল্যাটফর্ম উপহার দিল, যেটি smoother অপারেশন ও যাত্রী নিরাপত্তার উন্নয়ন নিশ্চিত করবে।”
আরও পড়ুন-Kolkata Metro:যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগ! দুরন্ত সুবিধা চালু কলকাতা মেট্রোয়