/indian-express-bangla/media/media_files/2025/06/19/9-death-in-major-road-accident-in-pune-2025-06-19-13-24-16.jpg)
বিরাট পথদুর্ঘটনা! মৃত্যু হল কমপক্ষে ৯ জনের
Pune Road Accident:বিরাট পথদুর্ঘটনা! মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। গতকাল সন্ধ্যায় পুনের জেজুরি-মোরগাঁও হাইওয়েতে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। প্রাণ হারিয়েছেন ৯ জন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৫ জনকে।
এই দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৮ জুন) সন্ধ্যা প্রায় ৬:৪৫ মিনিট নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরগাঁওমুখী একটি দ্রুতগামী চারচাকা (MH 42 AX 1060) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে (MH 12 XM 3694)-কে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোমনাথ রামচন্দ্র ওড়সে, রাম সঞ্জবনী যাদব, অজয় কুমার চহ্বণ, অজিত যাদব, কিরণ রাউত, অশ্বনী সন্তোষ, অক্ষয় রাউতের। পুলিস জানিয়েছে, সবকটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা আহত হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন পুরুষ, এক মহিলা ও ২ শিশু। এদের সবাইকে জেজুরির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় পিকআপ টেম্পো থেকে মালা নামানো হচ্ছিল। সেই সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পুনে (গ্রামীণ) পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানিয়েছেন, ধাক্কা মারার মুহূর্তে ঘটনাস্থলে থাকা ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন টেম্পো থেকে মাল নামাচ্ছিলেন। তিনজন ছিলেন ধাবার সামনে দাঁড়িয়ে, গাড়ির ভিতরে ছিলেন আরও তিনজন এবং একজন পথচলতি ব্যক্তি। গুরুতর আহতদের মধ্যে রয়েছে দুই শিশু, এক মহিলা এবং দুজন পুরুষ। তাঁদের সবাইকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুনে গ্রামীণ পুলিশ।
এদিকে পুনের জেজুরি-মোরগাঁও সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স-এ এক পোস্টে লিখেছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" দুর্ঘটনায় মৃতদের প্রত্যেক ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
Deeply saddened by the loss of lives due to a road accident on the Jejuri-Morgaon road in Pune, Maharashtra. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) June 19, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…