Purba Bardhaman News: ছাত্রদের চুলের ছাঁট দেখে ঘাম ছুটছে শিক্ষকদের! স্কুলেই ডাক অভিভাবক-নাপিতদের

Purba Bardhaman News: এলাকায় রীতিমতো নামডাক রয়েছে এই স্কুলের। রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতিও পেয়েছিল এই স্কুল।

Purba Bardhaman News: এলাকায় রীতিমতো নামডাক রয়েছে এই স্কুলের। রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতিও পেয়েছিল এই স্কুল।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
west bengal news,purba bardhaman news,hairstyle,পূর্ব বর্ধমানের খবর,পশ্চিমবঙ্গের খবর,চুলের ছাঁট

বেশ কয়েকজন ছাত্রের এমন হেয়ার স্টাইলে বেজায় ক্ষুব্ধ শিক্ষকরা।

Purba Bardhaman News: কিমভূত-কিমাকার স্টাইলে মাথার চুল কেটে তাতে লাল বা বাদামি রং করিয়ে স্কুলে আসছে বেশ কিছু ছাত্ররা। যা দেখে যারপরনাই ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলীর পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের। এই অবস্থায় ছাত্রদের চুলের ছাঁটে লাগাম পরাতে রীতিমতো সভা ডেকে নাপিতদের  শরণাপন্ন হলেন শিক্ষকরা। সেই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে ছাত্রদের স্বাভাবিকভাবে চুল কাটিয়ে তবেই স্কুলে পাঠানোর বার্তা দেওয়া হল অভিভাবকদের। 

Advertisment

পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়টি পূর্বস্থলী ২ ব্লকের অন্যতম খ্যাতনামা একটি স্কুল। ২০১৩ সালে এই স্কুলের এক পড়ুয়া মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়। ২০১৭ সালে রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতিও পায় এই স্কুল। এছাড়াও খেলাধূলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমানে স্কুলে তিন হাজারেরও বেশি পড়ুয়া রয়েছে। এমন এক ঐতিহ্যশালী স্কুলের ছাত্রদের মাথার চুলের ছাঁটে ঘোর বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ। 
নতুন শিক্ষাবর্ষে সেই বিড়ম্বনা থেকে নিস্কৃতি পেতে এলাকার ক্ষৌরকারদের শরণাপন্ন হন শিক্ষকরা। সেই  মতো সভামঞ্চ তৈরি করা হয়। সেই সভায় উপস্থিত থাকার জন্য স্কুলের সকল ছাত্রদের অভিভাবক এবং এলাকার সকল ক্ষৌরকারদের আহ্বান জানানো হয়। 

সভায় এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, স্কুলের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক সুব্রত সামন্ত সহ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রায় পড়ুয়াদের প্রায় দেড় হাজার অভিভাবক এবং প্রায় ৩০ জন ক্ষৌরকার উপস্থিত ছিলেন। ছাত্রদের চুলের ছাঁটে লাগাম পরাতে স্কুল কর্তৃপক্ষের এহেন পদক্ষেপ গ্রহণকে সাধুবাদ জানান অভিভাবকদের অনেকেই। এদিকে স্কুলের ডাকে সেই সভায় আসা ক্ষৌরকারদের কাছে শিক্ষকরা তুলে ধরেন স্কুলের মর্যাদার কথা।

আরও পড়ুন- West Bengal News Live: মৌলবাদীদের স্বর্গরাজ্য বাংলাদেশ! ফের মন্দিরে হামলা, কালী মূর্তি ভাঙচুরের অভিযোগ

Advertisment

আরও পড়ুন- Jhargram News: 'বাঘ ঘুরছে, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলুন', ঝাড়গ্রামের লোকালয়ে মাইকিং

আরও পড়ুন- Kolkata Metro: দমদম থেকে আর ছাড়বে না মেট্রো, বিরাট সিদ্ধান্ত পাতালরেলের

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সামন্ত পড়ুয়াদের অভিভাবক ও ক্ষৌরকারদের বলেন,“স্কুল মানে শুধু ইংরাজি বা অঙ্ক শেখা আর দু-চার পাতা বইপড়া নয়। ছাত্র- ছাত্রীদের মধ্যে শিষ্ঠাচার, আচার-আচরণ,শৃঙ্খলাবোধ,রুচিশীলতা সবই তৈরি হয় স্কুল থেকে। শিক্ষকদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে এতে। তবে কোনও ছাত্রের মাথার চুলের ছাঁট বিদ্যালয়ের পরিবেশের পরিপন্থী হয়ে উঠবে সেটা মেনে নেওয়া যায় না। তাই  ছাত্রদের চুলের ছাঁটে লাগাম পরাতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ ডাকতে হয়েছে।"

students Bangla News Bengali News Today Purba Bardhaman news in west bengal news of west bengal