TMC-BJP: তাসের ঘরের মতো ভাঙবে BJP? শুভেন্দুর ঘনিষ্ঠ ১২ গেরুয়া বিধায়ক দিন কয়েকেই তৃণমূলে?

Cooch Behar News: দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়েছে তৃণমূল। হলদিয়ার বিজেপি বিধায়ক দল পাল্টে নাম লিখিয়েছেন শাসকদলে। এবার একসঙ্গে ১২ বিজেপি বিধায়কের দলত্যাগ জল্পনা রীতিমতো চর্চায়।

Cooch Behar News: দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়েছে তৃণমূল। হলদিয়ার বিজেপি বিধায়ক দল পাল্টে নাম লিখিয়েছেন শাসকদলে। এবার একসঙ্গে ১২ বিজেপি বিধায়কের দলত্যাগ জল্পনা রীতিমতো চর্চায়।

Nilotpal Sil & Joyprakash Das
New Update
Rabindranath Ghosh claims that 12 BJP MLAs may join Tmc: রবীন্দ্রনাথ ঘোষ, বিজেপি,তৃণমূল,শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Rabindranath Ghosh claims that 12 BJP MLAs may join Tmc: বছর ঘুরলেই রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে BJP? নাকি এটা নিছকই শাসকদল তৃণণূলের 'চাপে ফেলার প্রচার'? বিষয়টি স্পষ্ট না হলেও অন্তত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতার মন্তব্যে সেই জল্পনাই মাথাচাড়া দিয়েছে। তাঁর দাবি একসঙ্গে ১২ বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অনেকদিন থেকেই ওরা যোগাযোগ করছে। নির্বাচনের ঠিক আগে তাঁরা যোগ দেবেন। উত্তরবঙ্গে প্রায় ১৪ জনের মতো রয়েছেন। আমার জেলা (কোচবিহার) থেকে আপাতত তিনজন ও আরও একজন বিধায়ক একবার এগোচ্ছেন ও একবার পিছোচ্ছেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গে বিজেপির ১২-১৪ জন বিধায়ক যোগাযোগ করছেন।"

তবে রবীন্দ্রনাথ ঘোষের এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা মনোজ টিগ্গা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছেন, "এই দাবি বিত্তিহীন। এই দাবির কোনও সত্যতা নেই। এই সব বলে চমক দিতে চাইছেন। আমাদের কোনও বিধায়ক কোথাও যোগ দেবেন না। কেউই যোগ দেবেন না।" 

উল্লেখ্য, দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর গড়ে বড়সড় ধাক্কা দিয়েছিল তৃণমূল। সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া তাপসী মণ্ডল দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে দলবদলের বড় 'পুরস্কার'ও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্য নারী ও শিশু ও সমাজ কল্যাণ দফতরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:দোলের রাতে রক্তারক্তি কাণ্ড কলকাতার নাকের ডগায়! ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে তাপসী মণ্ডলকে দলে টানার পর থেকে তৃণমূলের বড়-ছোট নেতারা বিজেপির আরও বিধায়কের দল বদলের জল্পনা তুঙ্গে তুলেছেন। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। এমনকী কুণাল ঘোষের দাবি ছিল, বেশ কয়েকজন বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে ইচ্ছুক। কুণালের সেই মন্তব্যের পরপরই এবার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের এহন মন্তব্যে নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন- Digital Arrest: ফের 'ডিজিটাল অ্যারেস্ট'! 'হাইটেক' প্রতারণায় সর্বশান্ত বৃদ্ধ, শেষমেশ পুলিশ যা করল...

bjp tmc news of west bengal news in west bengal Bengali News Today Rabindranath Ghosh