Operation Akhal: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ‘Operation Akhal' -এ নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী শনিবার সকালে জানিয়েছে, এলাকায় এখনও গুলির লড়াই চলছে। গত সাত দিনে এটি তৃতীয় বড়সড় এনকাউন্টার। এর আগে ‘অপারেশন শিবশক্তি’ ও ‘অপারেশন মহাদেব’-এ মোট পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয়।
ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই। কুলগাম জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার সুনির্দিষ্ট ইনপুট পেয়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেই সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে চিনার কর্পস এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, “ জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুর্নিদিষ্ট ইনপুট পেয়ে রাতভর চলে সেনা-জঙ্গির তীব্র গুলির লড়াই চলে। সতর্ক সেনা পাল্টা গুলি চালিয়ে এলাকাটি ঘিরে ফেলে, গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে। এখনও এই অপারেশন চলছে"।
গত সাত দিনের এটি তৃতীয় বড় এনকাউন্টার। এর আগে বুধবার, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার এলওসি বরাবর অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে দুই জঙ্গিকে হত্যা করা হয় ‘অপারেশন শিবশক্তি’-তে। মঙ্গলবার রাতে সেনাবাহিনী অনুপ্রবেশকারী জঙ্গিদের আটকানোর পর শুরু হয় গুলির লড়াই।
তাছাড়া, ২৮ জুলাই ‘অপারেশন মহাদেব’-এ শ্রীনগরের উপকণ্ঠে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে তিন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয়। তারা এপ্রিলের পাহেলগাঁও হামলায় যুক্ত ছিল বলে সরকারের তরফে জানানো হয়েছে। নিহতদের মধ্যে একজন ছিল মূল চক্রী সুলেমান, বাকি দুইজন আফগান ও জিবরান। তিনজনই লস্কর-ই-তইবা-র শীর্ষস্থানীয় সদস্য ছিল।