নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার গর্জে উঠল বাংলা। ক্যাব বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ উলুবেড়িয়া স্টেশন চত্বর। দুপুর থেকে উলুবেড়িয়া স্টেশনে আপ ও ডাউন লাইনে ট্রেন অবরোধে শামিল হন বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। রেল সূত্রে জানা যাচ্ছে, উলুবেড়িয়া স্টেশনে এদিন ভাঙচুরও চালান বিক্ষোভকারীরা। রেল অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। এর জেরে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা।
স্টেশনে ভাঙচুর। ছবি: রেল সূত্রে।
আরও পড়ুন: ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক মমতার, রবিবার থেকে রাজ্যজুড়ে পথে তৃণমূল
জানা যাচ্ছে, উলুবেড়িয়া স্টেশনে রেল অবরোধ করেন প্রায় ২০০ থেকে ২৫০ জন বিক্ষোভকারী। দুপুর ৩টে ২২ মিনিট নাগাদ অবরোধ শুরু হয় বলে রেল সূত্রে খবর। এর জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে থমকে একাধিক দূরপাল্লার ট্রেনও।
আরও পড়ুন: তুমুল উত্তেজনা, বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এদিনের অবরোধের জেরে আটকে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, শালিমার-এলটিটি কুরলা এক্সপ্রেস, হায়দরাবাদ-হাওড়া ইস্ট-কোস্ট এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, শালিমার-আদ্রা রাজ্য রানি এক্সপ্রেস, জব্বলপুর-সাঁতারাগাছি হামসফর এক্সপ্রেস। এছাড়াও ১১টি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ক্যাবকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল সাংসদের
উলুবেড়িয়ায় রেল অবরোধের পাশাপাশি ৬নং জাতীয় সড়কে অবরোধও করেন বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের বেলডাঙায় ৩৪ নং জাতীয় সড়কেও অবরোধ করেন বিক্ষোভকারীরা।
উলুবেড়িয়ার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনেও অবরোধ করেন বিক্ষোভকারীরা। সেখানেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা জানিয়ে বিক্ষোভ দেখান বহু মানুষ। এদিন বেলডাঙা স্টেশনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা, এমনটাই খবর।
সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।