Advertisment

West Bengal Weather Update: ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, আবারও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?

Bengal Weather Update: দুর্গাপুজো মিটতেই ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় জেলায়-জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather latest news,Alipore Weather Office, আজকের আবহাওয়া,Bengal Weather,Bengal Weather Forecast,weather,কলকাতার আবহাওয়া,Weather Report,weather update, আবহাওয়ার খবর, weather update,West Bengal Weather Forecast,Weather Bulletin,weather today,Kolkata Weather, লক্ষীপুজো, kolkata weather,Weather Forecast

প্রতীকী ছবি।

Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে আবারও দাঁনা বেঁধেছে নিম্নচাপ। তারই জেরে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করে। বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

উৎসবের মরশুমের মধ্যেই বঙ্গোপসাগরে আবারও দানা বেঁধেছে একটি নিম্নচাপ। তারই জেরে আজ থেকে শুরু করে আরও দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বেশি থাকতে পারে। ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়ার খবর 

শহর কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তিলোত্তমা মহানগরীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন- Lakshmi Puja 2024: দেবী লক্ষ্মীর এমন রূপ কোথাও নেই! মানত করে যা চাইবেন মেলে নাকি দ্বিগুণ!

আরও পড়ুন- Bypolls of six seats in West Bengal : ফের ভোট বাংলায়! আরজি কর ঝাঁঝে পুড়বে তৃণমূল? নাকি ঘুরে দাঁড়াবে বাম?

আরও পড়ুন- Lakshmi Puja 2024: অবাক কারণে এবছর লক্ষ্মী পুজো বন্ধ এই গ্রামে, বিশদে জানলে চমকে উঠবেন!

উত্তরবঙ্গের ওয়েদার আপডেট

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে আরও দিন চারেক।

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office
Advertisment