Supreme Court: “৬ বছর ধরে কী করছিল CBI?”, রাজীব কুমার মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

Rajib Kumar case: ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজীব কুমার মামলায় এবার দেশের সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই।

Rajib Kumar case: ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজীব কুমার মামলায় এবার দেশের সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court,RG Kar case,cbi,west bengal news,latest bengali news,bengali news,সুপ্রিম কোর্ট,আরজি কর

Supreme Court: সুপ্রিম কোর্ট।

ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর ভূমিকায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের। ৬ বছর আগে মামলা হলেও তারপর থেকে আর কোনও হেলদোল ছিল না কেন্দ্রীয় সংস্থার। এই বিষয়টি নিয়েই এদিন পুরনো সেই মামলার শুনানিতে সিবিআইকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের। 

Advertisment

৬ বছর পর আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি ছিল। ২০১৯ সালে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি ছিলেন রাজীব কুমার। কলকাতা হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে তারপর থেকে আর মামলা এগোয়নি।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুর কাণ্ডের মাঝেই জামিন, কসবা ল' কলেজের গণধর্ষণ মামলায় অবশেষে জেলমুক্তি

Advertisment

৬ বছর পর আজ সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হল। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সিবিআই তদন্তে বিস্ময় প্রকাশ করেন। বিচারপতিদের বেঞ্চ সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে এদিন বলেন, "৬ বছর ধরে কী করছিলেন আপনারা?"

আরও পড়ুন- Mamata Banerjee: ‘সরকার পাশে আছে’, উত্তরবঙ্গে ত্রাণ বিলিতে নিজেই তদারকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

উল্টোদিকে, এদিন রাজীব কুমারের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। তিনি তাঁর সওয়ালে বলেন, "আমার মক্কেল এই তদন্তে একাধিকবার সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে চেয়েছেন। তবুও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। ৬ বছর আগের মামলা হলেও আমার মক্কেলকে একবারও ডেকে পাঠায়নি সিবিআই।"

আরও পড়ুন-Durgapur gangrape: ‘ওড়িশার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, মমতা করেননি’, মন্তব্য শুভেন্দুর, দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে ধৃত বেড়ে ৫

উল্লেখ্য, ১০ বছর আগে সারদা মামলার তদন্তে সেই সময় বিশেষ তদন্তকারী দল বা SIT তৈরি হয়। সেই সিটের অন্যতম প্রধান সদস্য ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, সেই সময়ে রাজীব কুমার তাদের তদন্ত সহযোগিতা করেননি বরং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র তিনি লোপাট করে দিয়েছেন। সেই বিষয়টি নিয়েই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করে সিবিআই।

Saradha Scam cbi supreme court