/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর ভূমিকায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের। ৬ বছর আগে মামলা হলেও তারপর থেকে আর কোনও হেলদোল ছিল না কেন্দ্রীয় সংস্থার। এই বিষয়টি নিয়েই এদিন পুরনো সেই মামলার শুনানিতে সিবিআইকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের।
৬ বছর পর আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি ছিল। ২০১৯ সালে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি ছিলেন রাজীব কুমার। কলকাতা হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে তারপর থেকে আর মামলা এগোয়নি।
৬ বছর পর আজ সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হল। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সিবিআই তদন্তে বিস্ময় প্রকাশ করেন। বিচারপতিদের বেঞ্চ সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে এদিন বলেন, "৬ বছর ধরে কী করছিলেন আপনারা?"
উল্টোদিকে, এদিন রাজীব কুমারের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। তিনি তাঁর সওয়ালে বলেন, "আমার মক্কেল এই তদন্তে একাধিকবার সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে চেয়েছেন। তবুও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। ৬ বছর আগের মামলা হলেও আমার মক্কেলকে একবারও ডেকে পাঠায়নি সিবিআই।"
উল্লেখ্য, ১০ বছর আগে সারদা মামলার তদন্তে সেই সময় বিশেষ তদন্তকারী দল বা SIT তৈরি হয়। সেই সিটের অন্যতম প্রধান সদস্য ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, সেই সময়ে রাজীব কুমার তাদের তদন্ত সহযোগিতা করেননি বরং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র তিনি লোপাট করে দিয়েছেন। সেই বিষয়টি নিয়েই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করে সিবিআই।