Amader Para Amader Samadhan:'পাড়া সমাধান' শিবিরে TMC কাউন্সিলরকে 'চোর' স্লোগান, হট্টগোলে ভণ্ডুল কাজ

Para Samadhan camp controversy: এলাকার বাসিন্দারাই আমাদের পাড়া-আমাদের সমাধান শিবিরে স্থানীয় কাউন্সিলরকে দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন।

Para Samadhan camp controversy: এলাকার বাসিন্দারাই আমাদের পাড়া-আমাদের সমাধান শিবিরে স্থানীয় কাউন্সিলরকে দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন।

author-image
Mina Mondal
New Update
Para Samadhan camp controversy  ,TMC councillor called thief slogan,  Rajpur-Sonarpur municipality protest  ,Para Samadhan camp disrupted  ,Councillor Sonali Roy controversy,  Corruption charges against TMC councillor  ,Protest and chaos at camp , Rajpur-Sonarpur news  ,Administrative camp disturbance  ,West Bengal political row,পাড়া সমাধান শিবির বিতর্ক  ,তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চোর স্লোগান,  রাজপুর-সোনারপুর পুরসভা বিক্ষোভ  ,পাড়া সমাধান ক্যাম্প ভণ্ডুল  ,সোনালী রায় কাউন্সিলর বিতর্ক,  দুর্নীতির অভিযোগ তৃণমূল কাউন্সিলর,  ক্যাম্পে বিক্ষোভ ও হট্টগোল,  রাজপুর সোনারপুর খবর  ,প্রশাসনিক শিবিরে গোলমাল  ,পশ্চিমবঙ্গ রাজনৈতিক বিতর্ক

Para Samadhan camp controversy:'আমাদের পাড়া, আমাদের সমাধান', শিবিরে বাসিন্দাদের বিক্ষোভ।

Para Samadhan camp controversy:'পাড়া সমাধান' প্রকল্পে কাউন্সিলরকে দেখেই উঠল 'চোর চোর' স্লোগান। রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় সরকারি শিবিরে তুমুল বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। কাউন্সিলরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে শিবির ছেড়ে বেরিয়ে গেলেন এলাকার বাসিন্দারা। 

Advertisment

সোমবার রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে কনকবসু স্কুলে আয়োজিত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্প ঘিরে উত্তেজনা। সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান।

তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলার সোনালী রায় দুর্নীতিগ্রস্ত। বিক্ষোভকারীদের দাবি, যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবেই এই ক্যাম্পে অংশ নেবেন না। ফলে একসময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকেই তারা প্রতিবাদ জানাতে থাকেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:বড় খবর! শেষমেশ সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

অন্যদিকে কাউন্সিলার সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “এটি একটি সরকারি অনুষ্ঠান। এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে তাদের সমস্যা জানাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমার বিরুদ্ধে যদি কারও অভিযোগ থাকে, তা যথাযথ জায়গায় জানানো হোক। কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবেন।” ১১৪, ১১৫, ১১৬ বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প। 

আরও পড়ুন- Bomb Blast:মাঝরাতে বিকট শব্দে বিরাট বিস্ফোরণ, বীভৎস মৃত্যু যুবকের

এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকের মতে, স্থানীয় উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমা হচ্ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটল এদিনের বিক্ষোভে। যদিও অপর একাংশ মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কোনও পদক্ষেপ নেয় কিনা।

আরও পড়ুন-TMC:ঘাসফুল প্রতীক নিয়ে 'খেলা হবে' দিবসে বিতর্ক, মঞ্চে জেলাশাসক ও পুলিশ সুপার

tmc protest Amader Para Amader Samadhan