Ramnavami 2025: গত কয়েক বছর ধরেই বাংলায় রামনবমী (Ramnavami) উৎসবের জৌলুস বেড়েছে। এবারও রাজ্যে রামনবমী উৎসবের আয়োজন করতে প্রস্তুতি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। এদিকে বছর ঘুরলেই রাজ্যে ফের একটা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্য ও কলকাতা পুলিশ রামনবমীকে কেন্দ্র করে যে কোনও উসকানি বা প্ররোচনায় পা না দিতে আবেদন জানিয়েছে। এরই পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিতে বার্তা দিয়েছে প্রশাসন। আগামী ৬ এপ্রিল রামনবমী।
বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় সরকার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "রাজ্যজুড়ে রাম মহোৎসব হবে। ওই দিন সারা পশ্চিমবঙ্গে ২ হাজারের বেশি শোভাযাত্রা বের হবে। ২ হাজারের কম লোক হলে আমরা শোভাযাত্রা বের করছি না। সর্বোচ্চ ৫ লক্ষ মানুষের শোভাযাত্রার পাশাপাশি, কমপক্ষে ২ হাজার মানুষ নিয়ে শোভাযাত্রা হবে। অর্থাৎ ২ হাজার থেকে ৫ বা ১০ হাজার আবার ১ লক্ষ, ২ লক্ষ বা ৫ লক্ষ মানুষের শোভাযাত্রা করার লক্ষ্য নিয়েছে ভিএইচপি। ছোটোখাটো শোভাযাত্রায় আগ্রহ প্রকাশ করছে না বিশ্ব হিন্দু পরিষদ। তবে অন্য কোনও সংগঠন যে ২ হাজারের নিচে শোভাযাত্রা করবে না এমন নয়। আমরা সেই শোভাযাত্রায় অংশও নেব। তাঁরাও আমাদের শোভাযাত্রায় অংশ নেবে।"
শুধু শোভাযাত্রা নয়, এক জায়গায় সমবেত হয়ে রাম মহোৎসব পালন করবে VHP। অমিয় সরকার বলেন, "এখনও অবধি যে তথ্য এসেছে তাতে ১ লক্ষ স্থানে রাম মহোৎসব হবে। রামের পুজো, রামের প্রবচন গান, কীর্তন, প্রসাদ বিতরণ চলবে। এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এটা কোনও সংগঠনের বিষয় নয়।" তাঁর বক্তব্য, "পুলিশ-প্রশাসনের কাছে আগাম গন্ডগোলের খবর থাকলে ব্যবস্থা নিক। ধর্মীয় মিছিল হবে সেখানে অশান্তি হবে কেন? তাহলে কি অশান্তি করার কোনও পরিকল্পনা আছে? রামনবমীকে নিয়ে ইস্যু বানানো হচ্ছে। কিন্তু রামনবমী উৎসব কেউ কখনও আটকাতে পারছে না, আটকাতে পারবে না।"
আরও পড়ুন- West Bengal News Live: বিরাট আগুন মগরাহাটে স্টেশনে, দাউদাউ করে আগুন, ব্যাহত ট্রেন চলাচল
BJP বিরোধীরা বরাবর অভিযোগ করে আসছে ভোটের আগে রামনবমী উৎসব ঘটা করে হয়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। অমিয় সরকার বলেন, "ভারতবর্ষে প্রতিদিনই কোনও না কোনও নির্বাচন আছে। পঞ্চায়েত, স্কুল, কো-অপারেটিভ নানা ক্ষেত্রে নির্বাচন হচ্ছে। বিধানসভা ভোটে কথা বলে যাঁরা প্রচার করছে তাতে আদৌ যারা বলছে তাঁদের লাভ হবে, নাকি যাদের বিরুদ্ধে বলছে তাদের লাভ হবে তা ভবিষৎই বলবে।"
আরও পড়ুন- Acid Attack: প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব, কিশোরী বেঁকে বসায় ইদের আগের দিন সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক