Indian Railways: বনগাঁ শাখায় স্বপ্নের উদ্যোগ রেলের! আরও মসৃণ পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ

Double line: যাত্রীদের সুবিধার্থে এ এক অনন্য উদ্যোগ রেলমন্ত্রকের। বেনজির এই তৎপরতার ভূয়সী প্রশংসা।

Double line: যাত্রীদের সুবিধার্থে এ এক অনন্য উদ্যোগ রেলমন্ত্রকের। বেনজির এই তৎপরতার ভূয়সী প্রশংসা।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIAN RAILWAYS, LHB coach, ICF coach, train wheel price, Indian Railways, Indian Railways, cost of making train, LHB coach price, ICF coach cost, Vande Bharata train cost, train engine price, electric locomotive cost, diesel engine cost, train wheel price, railway bogie cost, train coach interiors, Indian train technology, express train manufacturing, railway investment, train building expenses

Indian Railway: ভারতীয় রেল।

railway track:পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অন্তর্গত রানাঘাট–বনগাঁ রেলপথ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে পরিচিত। বনগাঁ স্টেশন (যা আন্তর্জাতিক সীমান্তের নিকটে অবস্থিত) থেকে এই রেলপথটি শিয়ালদহ–কৃষ্ণনগর মূল লাইনের সঙ্গে যুক্ত, যা যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে দ্রুত ও সহজ সংযোগ নিশ্চিত করে।

Advertisment

এই রুটে অবস্থিত স্টেশনগুলো—কপার্স হল্ট, নব রায়নগর হল্ট,গাঙনাপুর, মাঝেরগ্রাম,অকাইপুর হল্ট, গোপালনগর ও সাতবেড়িয়া, এই এলাকার মানুষের যাত্রা ও যোগাযোগকে আরও সহজ করবে। ডাবল লাইন তৈরি হয়ে গেলে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের সঙ্গে এবং দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে সংযোগ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ঘোর উদ্বেগে পরিবার

Advertisment

রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই ৩২.৯৩ কিমি দৈর্ঘ্যের রানাঘাট–বনগাঁ ডাবল লাইন প্রকল্পের জন্য ৩৯৬.০৪ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় মোট ৯টি স্টেশন এবং ২টি লিমিটেড হাইট সাবওয়ে (LHS) নির্মাণ করা হবে—একটি রানাঘাট ও মাঝেরগ্রাম স্টেশনের মধ্যে এবং আরেকটি মাঝেরগ্রাম ও গোপালনগর স্টেশনের মধ্যে।

রানাঘাট জংশন শিয়ালদহ–কৃষ্ণনগর–লালগোলা মূল লাইনে এবং বনগাঁ জংশন শিয়ালদহ/কলকাতা–দমদম–বনগাঁ–পেট্রাপোল (বাংলাদেশ সীমান্তের নিকটে) লাইনে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলের স্টেশনগুলো একক লাইনে যুক্ত থাকায় ট্রেন চলাচলে বিলম্ব ও ক্রসিংজনিত সমস্যা দেখা দেয়। ক্রমবর্ধমান জনসংখ্যা ও যাত্রী ও পণ্যের দ্রুত পরিবহনের প্রয়োজনীয়তা পূরণে ডাবল লাইনের গুরুত্ব আরও বেড়ে গেছে।

আরও পড়ুন-Darjeeling Rains Live Updates:প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধ্বস, বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে মৃত কমপক্ষে ২০, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ পর্যন্ত এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে, যা যাত্রী সেবাকে আরও উন্নত করেছে। ডাবল লাইন চালু হলে এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রেল সংযোগ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে এই রেলপথের ধারণক্ষমতা ১১৪% ব্যবহৃত হচ্ছে। ডাবল লাইন বাস্তবায়িত হলে ট্রেন চলাচলে কোনো বিলম্ব বা ক্রসিংজনিত সমস্যা হবে না। এছাড়া প্রতিদিন উভয় দিক মিলিয়ে আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো সম্ভব হবে এবং অতিরিক্ত ০.৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহন (MTPA) করা যাবে। এর ফলে রেলের অতিরিক্ত আয় হবে ৮.৬৬ কোটি।

আরও পড়ুন-North Bengal Weather Forecast: প্রকৃতির ভয়াল রোষে দার্জিলিং, ডুয়ার্স! বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

ডাবল লাইনের ফলে এলাকাবাসীর যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে, স্থানীয় মানুষের জীবনযাত্রায় উন্নতি আসবে এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হবে।

Indian Railways Bengali News Today south eastern railway