Ration Card Rules Revised: এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে চাল, গম পাওয়ার নিয়মে বদল আনা হয়েছে। গত ১ নভেম্বর থেকেই পুরোদমে চালু হয়ে গিয়েছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়মে রেশন কার্ড দেখিয়ে আপনি কত পরিমাণ চাল ও গম পাবেন? অন্ত্যোদয় কার্ডে কী বদল? বিস্তারিতভাবে বিশেষ এই প্রতিবেদনে তা নিয়েই আলোচনা করা হল।
দেশব্যাপী কোটি কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। রেশন কার্ড দেখিয়ে দেশের কোটি কোটি গরিব মানুষ চাল,গম সহ নানা খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস সংগ্রহ করে থাকেন। রেশনের মাধ্যমে খুব কম পয়সায় খাদ্য সামগ্রী পাওয়া যায়।
তবে গত ১ নভেম্বর থেকে রেশন কার্ডে খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে। আগের চেয়ে কম পরিমাণে চাল মিলবে রেশনের মাধ্যমে। গত ১ নভেম্বর থেকে চাল এবং গমের জন্য নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। আগে চাল পাওয়া যেত ৩ কিলো ও গম পাওয়া ২ কিলো। নতুন নিয়মে সরকার চাল ও গম একই পরিমাণে বন্টন করছে। রেশন কার্ডধারীদের এই কার্ডের মাধ্যমে ২ কিলোর পরিবর্তে ২.৫ কেজি গম এবং ৩ কেজির পরিবর্তে ২.৫ কেজি চাল দেওয়া হবে।
আরও পড়ুন- WBJDA: সঞ্জয়ের 'নির্দোষ' দাবি নিয়ে কিঞ্জলের মন্তব্য, রেশ টেনে আক্রমণে জুনিয়র ডাক্তারদের অন্য সংগঠন
আরও পড়ুন- Madhyamik Exam 2025 Schedule: ২০২৫-এ মাধ্যমিক শুরু কবে? কোন দিন কী পরীক্ষা? কবে রেজাল্ট আউট?
আরও পড়ুন- Darjeeling: ভাবতেই পারবেন না! এবার জমে ক্ষীর দার্জিলিং! পর্যটকদের মনোরঞ্জনে অভূতপূর্ব উদ্যোগ
অন্ত্যোদয় কার্ড
ভারত সরকার অন্ত্যোদয় কার্ডের মাধ্যমে মোট ৩৫ কিলো খাদ্যশস্য বন্টনের নিয়মেও বদল এনেছে। আগে অন্ত্যোদয় দেখিয়ে ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল মিলতো। তবে নয়া নিয়মে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাওয়া যাবে। গত ১ পয়লা নভেম্বর থেকে দেশজুড়ে এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। রেশনের মাধ্যমে দেশের কোটি কোটি গরিব মানুষ খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। বিভিন্ন সময়ে রেশনে চাল-গম ছাড়াও অন্যান্য খাদ্যসামগ্রী বণ্টন করে থাকে সরকার। তবে গত ১ নভেম্বর থেকে রেশন কার্ডে খাদ্য সামগ্রী বণ্টনের ক্ষেত্রে নিয়মে বদল এনেছে সরকার। নয়া ব্যাবস্থা কতটা গ্রহণযোগ্য হবে তা সময় বলবে।