Advertisment

Partha-Arpita: ফের সামনাসামনি দেখা পার্থ-অর্পিতার! আলাদা করে কিছু কথা হল?

partha chatterjee-arpita mukherjee: ফের একবার সামনাসামনি দেখা হল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর একদা বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতা জামিন পেলেও এখনও জামিন পাননি পার্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
ed found rs 8 crore from partha arpita's freezed bank account

Partha Chatterjee & Arpita Mukherjee: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।

partha chatterjee-arpita mukherjee:ফের দেখা হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। ED-র মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও CBI-এর মামলায় বারবার জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণেই নগর দায়রা আদালতে হাজিরা দিয়েছিলেন তাঁরা। 

Advertisment

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ED-র করা মামলায় নগর দায়রা আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। চার্জ গঠন প্রক্রিয়া শুরুর জেরেই আজ আদালতে হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার একদা বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra), কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল থেকে শুরু করে অন্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, 'কালীঘাটের কাকু' সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শীতের ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার বসেছে বিশেষ আদালত। নিয়োগ দুর্নীতিতে ডিসেম্বরের মধ্যেই চার্জ গঠনের জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন- Valley of Flowers: কলকাতার কাছেই দুই প্রান্ত ফুলেদের স্বর্গরাজ্য! এলাকার অনিন্দ্যসুন্দর শোভা হৃদয় জুড়োবে!

Advertisment

এর আগে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন পার্থ। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। তবে তার আগে চার্জ গঠন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। সেই সঙ্গে এই মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ পর্বও সেরে নিতে হবে।

আরও পড়ুন- picnic spots near kolkata: চড়ুইভাতির মজা নিন চেটেপুটে, রইল কলকাতার কাছেই সেরা ৫ পিকনিক স্পটের সন্ধান

আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার সংকটে', গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী

partha chatterjee Bangla News news of west bengal news in west bengal Arpita Mukherjee Recruitment Scam
Advertisment