Post Office: ১ সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে বন্ধ শতাব্দীপ্রাচীন এই পরিষেবা! বদলাচ্ছে নিয়ম

Post office update: শতবর্ষ প্রাচীন এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম।

Post office update: শতবর্ষ প্রাচীন এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম।

author-image
IE Bangla Web Desk
New Update
can get more than 2 lakh rupees for interest Post Office Time Deposit Scheme: পোস্ট অফিসের ডিপোজিট স্কিম

Post Office: প্রতীকী ছবি।

India Post:ভারতীয় ডাক পরিষেবায় এক শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ইতি। পোস্ট অফিসে এবার বন্ধ হয়ে যাচ্ছে চিঠি কিংবা নথি পাঠানোর পুরনো সেই পরিষেবা। উঠে যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট। বরং এই পরিষেবাকে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

Advertisment

ওয়াকিবহাল মহলের মতে, পোস্ট অফিসের পরিষেবাকে আরও বেশি গতিসম্পন্ন এবং যুগোপযোগী করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পোস্ট অফিসের খরচও কমবে বলে মনে করা হচ্ছে।

রেজিস্ট্রি পোস্ট পরিবাষেবা গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষের পোস্ট অফিসগুলিতে চলতো। কোনও গুরুত্বপূর্ণ নথিপত্র এমনকী চাকরির চিঠিও এই পোস্ট অফিসের রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠানো হতো। এক্ষেত্রে কোনও বেসরকারি ক্যুরিয়র সংস্থা বা অন্য কোনও মাধ্যমের চেয়ে রেজিস্ট্রি পোস্টকেই সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হতো।

Advertisment

আরও পড়ুন- Hilsa:ইলিশের আগুন দামে মন খারাপ ভোজনরসিকদের, দিন কয়েকেই নাগালে রূপোলি শষ্য? কী জানাচ্ছেন মৎস্যজীবীরা?

তবে এবার শতাব্দী প্রাচীন এই রেজিস্ট্রি পোস্ট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের পোস্ট অফিসগুলিতে। এবার রেজিস্ট্রি পোস্ট পরিষেবাকে মিলিয়ে দেওয়া হচ্ছে স্পিড পোস্টের সঙ্গে। 

আরও পড়ুন-West Bengal News Live Updates:নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনে কারা গ্রেফতার হল জানেন? ধৃতদের দফায় দফায় জেরা

এর ফলে আরও দ্রুত গুরুত্বপূর্ণ নথি এক জায়গা থেকে অন্য জায়গায় কম পয়সায় পাঠানো যাবে বলে মনে করছেন কেউ কেউ। তবে যদিও একাংশের ধারণা, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হতে পারে। তবে নতুন এই বন্দোবস্ত বা পরিষেবা পুরোদমে চালু না হওয়া পর্যন্ত এর ভালো কিংবা খারাপ দিক নিয়ে সেভাবে বিশ্লেষণ সম্ভবপর নয়।

আরও পড়ুন-Hilsa Festival:স্কুলেই 'ইলিশ উৎসব', মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা

Bengali News Today post office