Calcutta High Court rejected the wb govt plea seeking hanging of Sanjay Roy: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় দায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। তবে রাজ্যের সেই আবেদন গ্রহণই করল না উচ্চ আদালত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আদালতে একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা CBI-ও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনটি গ্রহণযোগ্য হলেও রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। আদালতে সিবিআই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। তবে সেই মামলার রায়দানের সময় বিচারক স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘটনা 'বিরলের মধ্যে বিরলতম নয়'। সেই কারণেই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।
শিয়ালদা আদালতের এই নির্দেশের পরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে সঞ্জয়ের ফাঁসির সাজার আবেদন জানায় রাজ্য। সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। তবে সেই সময় কেন্দ্রীয় তদন্ত সংস্থা রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল।
আরও পড়ুন- West Bengal News Live: অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি সন্দীপ ঘোষের, চার্জ গঠনের সময়সীমা বাড়ল
রাজ্য সরকার নিজে থেকে কীভাবে সঞ্জয়ের ফাঁসির চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। নির্যাতিতার পরিবার কিংবা তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য সরকার কীভাবে এই আবেদন করে তা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই আইনজীবী।
আরও পড়ুন- RG Kar: আরজি কর মামলা, নির্যাতিতার পরিবারকে তাড়াহুড়োয় মানা সুপ্রিম কোর্টের
শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আবেদন গ্রহণ করলেও রাজ্যের আবেদনের সাড়াই দেয়নি উচ্চ আদালত।
আরও পড়ুন- Bangladesh:ভাঙচুর-অগ্নি সংযোগে কড়া ব্যবস্থা, প্রবল সমালোচনার মুখে বিবৃতি ইউনুস সরকারের