Advertisment

Kolkata Doctor Rape and Murder: উপচে পড়ছে খাবার, 'আর পাঠাবেন না, নষ্ট হবে', সাধারণ মানুষকে আবেদন জুনিয়র ডাক্তারদের

RG Kar Case-Junior Doctor Protest: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় প্রতিদিন বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। গতকাল একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
rg kar case, enough food came for junior doctors who are protesting near swastha bhavan, আরজি কর, জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, খাবার

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিদিন বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন তাঁদের কাছে।

RG Kar Case: গত মঙ্গলবার থেকে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে একটানা অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে গতকাল নবান্নে বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে বহু সাধারণ মানুষ খাবার, জল, ওষুধ-সহ নানা সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁদের কাছে। পরিস্থিতি এমন হয়েছে যে বাধ্য হয়ে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করে দিয়েছেন যে আপাতত খাবারের অভাব নেই। এখন নতুন করে খাবার না পাঠানোর আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisment

আরজি কর (RG Kar Case) কাণ্ডের পর স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদত্যাগ সহ মোট পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে গত মঙ্গলবার থেকে একটানা অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান উদ্যোগী রাজ্য সরকারও।

গতকাল ফের একবার মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের আবেদন করেছিলেন বৈঠকে বসার জন্য। নবান্নে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের ৩৪ জন প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক-পর্বের লাইভ স্ট্রিমিং চাইছিলেন আন্দোলনকারীরা। রাজ্য তাঁদের সেই আবেদন না মানায় বৈঠক ভেস্তে গিয়েছে।

আরও পড়ুন- RG Kar Case: পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নার্কো পরীক্ষা, অনুমতি পেল CBI

আরও পড়ুন- Travel: পাহাড় ঢালের এক ফালি গাঁয়ে যেন 'স্বর্গসুখ'! অপূর্ব-অসাধারণ এপ্রান্ত উত্তরবঙ্গের নয়া আবিষ্কার

এদিকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে যাচ্ছেন। সেই সঙ্গে আন্দোলনকারীদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জল-খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। গত কয়েকদিনে বিপুল পরিমাণ খাবারের স্টক তৈরি হয়ে গিয়েছে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে যে জুনিয়র ডাক্তাররা রীতিমতো ঘোষণা করেছেন যে আপাতত কেউ যেন খাবার না পাঠান।

আরও পড়ুন- Local Train Cancel: শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? বড়সড় দুর্ভোগ এড়াতে আগে পড়ুন এই খবর

protest food Doctor Doctors Death RG Kar Case
Advertisment