Offbeat Destination-Tindharia: এবার পুজোয় উত্তরবঙ্গ যাচ্ছেন! কোলাহলমুক্ত অপূর্ব এক পরিবেশে প্রাণ ভরে নিন শ্বাস! এবার পুজোয় ঘুরে আসুন দার্জিলিঙের কাছে অসাধারণ এই প্রান্ত থেকে। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে এতল্লাটের জুড়ি মেলা ভার। অপূর্ব অসাধারণ এই এলাকা যেন উত্তরবঙ্গের নতুন আবিষ্কার। অফবিট এই টুরিস্ট স্পট এক কথায় অসাধারণ। এখানে হাত বাড়ালেই মেঘ ছুঁতে পারবেন, চোখ বাড়ালেই পাহাড়ের ফাঁক বেয়ে উঁকি দেবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga)।
পাহাড়নগরী দার্জিলিং (Darjeeling) থেকে কিছুটা দূরে অপূর্ব অনন্য সেই জায়গাটির নাম তিনধারিয়া (Tindharia)। এই এলাকার অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক পরিবেশ মুহূর্তের মধ্যে মনের যাবতীয় স্ট্রেস ভুলিয়ে দেবে। তাই একটু নিরিবিলিতে যাঁরা বেড়াতে পছন্দ করেন তাঁদের জন্য এই জায়গায় একেবারে পারফেক্ট চয়েজ।
কীভাবে যাবেন তিনধারিয়া?
আপনি যদি কলকাতার দিক থেকে যান তাহলে শিলিগুড়ি বা এনজেপি (NJP) পৌঁছে যান। এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা শিলিগুড়ি (Siliguri) থেকে সরাসরি গাড়ি ভাড়া নিয়ে রংটং হয়ে পৌঁছে যেতে পারবেন তিনধারিয়ায়।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখে দুর্দান্ত আনন্দের খবর! আহ্লাদে আটখানা হবেনই
তিনধারিয়ায় থাকবেন কোথায়?
থাকার জন্য পাহাড়ের কোলে এখানে একাধিক সুদৃশ্য হোম স্টে পেয়ে যাবেন। স্থানীয়রাই এই হোম স্টে-গুলি পরিচালনা করেন। থাকা-খাওয়ার খরচ ধরে হোম স্টে-গুলিতে ভাড়া নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে তিনধারিয়ায় কয়েকটি হোম স্টে-র নাম ও ফোন নম্বর দেওয়া হল।
আরও পড়ুন- Local Train Cancel: শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? বড়সড় দুর্ভোগ এড়াতে আগে পড়ুন এই খবর
আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ
Anurag Home Stay- 07947149834
Lahyo Homestay- 07947103731
14th Mile Homestay-