Nabanna Abhijan:আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড শহর কলকাতার বুকে। নবান্ন অভিযান আটকাতে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্য বিজেপি অন্য বিধায়দের নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিরোধী দলনেতার দাবি পুলিশের লাঠিচার্জে ১০০-র বেশি মানুষ আহত হয়েছেন।
শনিবার আরজি কর কাণ্ডের বর্ষপূর্তির দিনে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। একাধিক সংগঠন তাদের সেই আবেদনের সাড়া দিয়েছিল। শুভেন্দু অধিকারী সহ BJP-র সব বিধায়করা এদিনের নবান্ন অভিযানে সামিল ছিলেন। পার্ক স্ট্রিট চত্বর ধরে নবান্নের পথে এই মিছিল যেতেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক এবং অন্যান্য মানুষজনকে আটকে দেয় পুলিশ।
পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে যান শুভেন্দু অধিকারীরা। অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধানদের নিয়ে রাস্তার একপাশে বসে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, "অভয়ার বাবা-মাকেও মেরেছে। আমাকেও পুলিশ লাঠি দিয়ে মেরেছে। একশোর বেশি মানুষ আহত হয়েছেন। বিজেপির বিধায়কদের মারধর করা হয়েছে।"
আরও পড়ুন- RG Kar protest: মমতার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ, ন্যায় বিচারের দাবিতে জনগর্জন, ধুন্ধুমার...!
এদিন নবান্ন অভিযান ঘিরে পার্ক স্ট্রিট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভয়ার মার অভিযোগ, তাঁকেও পুলিশ মারধর করেছে। পার্ক স্ট্রিট ধরে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর সঙ্গে হাঁটতে দেখা যায় নির্যাতিতার মা-বাবাকে। নির্যাতিতার বাবা বলেন, "আমাদের মারধর করেছে, তবে আমরা যাবই নবান্নে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: রণক্ষেত্র রাজপথ, লাঠির আঘাতে আহত শুভেন্দু, নির্যাতিতার বাবা-মা সহ ১০০, ভয়ঙ্কর হুঁশিয়ারি
"আমরা তো নিরস্ত্র, এই ব্যারিকেড সরিয়ে দিন। আমাদের কেন এত ভয় পাচ্ছেন আপনারা? আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই পুলিশ বিভিন্ন জায়গায় এসে আমাদের আটকাচ্ছে। আমরা চোর পুলিশ খেলা খেলে এই পর্যন্ত এসে পৌঁছেছি। ধর্মতলায় মেরে আমার হাতের শাঁখা পর্যন্ত ভেঙে দিয়েছে পুলিশ। রাস্তায় ফেলে আমাকে মেরেছে।" বললেন নির্যাতিতার মা।