Advertisment

RG Kar Case Sealdah Court Verdict: 'জোর করে বয়ানে সই করিয়েছিল', সাজা ঘোষণার আগের মুহূর্তেই কেঁদে ভাসালেন সঞ্জয়

RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court Verdict: গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। সেদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict, kolkata rg kar case,sanjay roy,আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা,সঞ্জয় রায়

rg kar case verdict: সোমবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা।

Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: শিয়ালদহ আদালতে সাজা ঘোষণার ঠিক আগের মুহূর্তেই কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ভাসালেন সঞ্জয় রায় (Sanjay Roy)। এদিন ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। জোর করে তাকে দিয়ে বয়ানে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI মেডিকেল না করিয়েই তাকে হেফাজত নিয়েছিল বলেও এদিন বিচারকের সামনে বলতে থাকেন সঞ্জয় রায়।

Advertisment

আরজি কর কাণ্ডে (RG Kar Incident) সোমবার বেলা পৌনে তিনটেয় সাজা ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তার আগে এদিন আদালতে সঞ্জয় তার নিজের বক্তব্য জানাতে বলেছিলেন বিচারক। কাঠগড়ায় দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন সঞ্জয় রায়। জোর করে তাকে দিয়ে বয়ানে সই করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি।

এদিকে শিয়ালদহ আদালতে সিবিআই আইনজীবী এদিন আরজি করের ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছেন।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict:'ফাঁসিকাঠ কোন দিকে, সাজার বিরুদ্ধে আবেদন কীভাবে?', সঞ্জয়ের প্রশ্নে-প্রশ্নে জেরবার জেলকর্মীরা

Advertisment

অন্যদিকে সঞ্জয় রায়ের আইনজীবীও পাল্টা তাঁকে সংশোধনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন বিচারকের কাছে।

আরও পড়ুন- West Bengal News Live: 'ফাঁসির দাবি আগে আমিও করেছি', আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর

এদিকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, নৃশংস কাণ্ডে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডই চাইছেন তাঁরা। তবে শুরু থেকেই তাঁদের দাবি ছিল, এই ঘটনায় সঞ্জয় ছাড়া আরও অনেকের যোগ রয়েছে। সংবাদ মাধ্যমকে নির্যাতিতা তরুণীর বাবা বলেন, "আরও অনেকে যুক্ত রয়েছে। সবাই শাস্তি পাবে। এই কাজের জন্য যতদূর লড়তে হয় আমরা লড়ব।"

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: 'সঞ্জয়কে ফাঁসি দিতে হলে আমার হাত কাঁপবে না', সাজা ঘোষণার আগেই বললেন মহাদেব

Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal Sanjay Roy RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment