RG Kar Case Sealdah Court Verdict: 'ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম', সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে খুশি নন মুখ্যমন্ত্রী

RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তবে এই রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sanjay Roy sentenced to life imprisonment,RG Kar Case Sealdah Court Verdict,Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict,Mamata Banerjee, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড,মমতা বন্দ্যোপাধ্যায়

RG Kar Case Sealdah Court Verdict: আরজি কর কাণ্ডে আদালতের রায়ে অখুশি মুখ্যমন্ত্রী।

Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict-Mamata Banerjee: আরজি কর কাণ্ডে (RG Kar CAse) সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদালতের নির্দেশে সন্তুষ্ট নন। আরজি করের ঘটনার তদন্ত নিয়ে এদিন ফের একবার CBI-এর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার উল্লেখ করে তাঁর প্রশাসনের ভূমিকার কথাও ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের এই রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, "আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতে রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটি মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছ। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।"

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে (RG Kar Incident) সোমবার বেলা পৌনে তিনটেয় সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তার আগে এদিন আদালতে সঞ্জয় রায়কে তার নিজের বক্তব্য জানাতে বলেছিলেন বিচারক। কাঠগড়ায় দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন সঞ্জয় রায়।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়', আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

Advertisment

জোর করে তাকে দিয়ে বয়ানে সই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। সিবিআই আইনজীবী এদিন আরজি করের ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন। তবে সঞ্জয়ের আইনজীবী তাকে সংশোধনের সুযোগ দেওয়ার আর্জি জানান বিচারককে। 

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: 'সঞ্জয়কে ফাঁসি দিতে হলে আমার হাত কাঁপবে না', সাজা ঘোষণার আগেই বললেন মহাদেব

এদিন নির্ধারিত সময়েই আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে রাজ্য সরকারকেও এদিন আরও একটি নির্দেশ দিয়েছেন বিচারক। আরজি করের নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict Live Updates: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, চিকিৎসক ধর্ষণ খুনে শাস্তির ঘোষণা শিয়ালদা কোর্টের

Bangla News Bengali News Today CM Mamata banerjee RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict