RG Kar Case Sealdah Court Verdict: 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়', আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court Verdict: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের। নির্যাতিতার বাবা-মাকে কী বললেন বিচারক?
rg kar case verdict: ভিতরে চলছে সাজা ঘোষণা-পর্ব। শিয়ালদহ আদালতের তিনতলার বারান্দায় আইনজীবীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
সোমবার নির্ধারিত সময়ে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে আনা হয়েছিল। প্রথমে সঞ্জয় নিজের বক্তব্য জানানোর সুযোগও পেয়েছিলেন। এদিন ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সঞ্জয় রায়। সিবিআই তাকে জোর করে বয়ানে সই করে নিয়েছিল বলেও অভিযোগ তুলেছিল সঞ্জয়। শুধু তাই নয়, মেডিকেল না করেই কেন্দ্রীয় সংস্থা তাকে হেফাজতে নিয়েছিল বলেও দাবি করে সঞ্জয়। এরপরেই এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে হাউহাউ করে কেঁদে ফেলেছিল সঞ্জয় রায়।
এদিন নির্ধারিত সময়েই অর্থাৎ বিকেল ২.৪৫ নাগাদ আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে রাজ্য সরকারকেও এদিন আরও একটি নির্দেশ দিয়েছেন বিচারক।
এদিন বিচারক সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের আদেশ শোনানোর পাশাপাশি নির্যাতিতা তরুণীর পরিবারকে মোট ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। তিনি তাঁর নির্দেশে জানান, কর্তব্যরত অবস্থায় মৃত্যুর জন্য নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ এবং ধর্ষণের জন্য ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।
এদিন মামলার সাজা ঘোষণার সময় বিচারক নির্যাতিতার বাবা-মার উদ্দেশ্যে বলেন, "আমি মনে করি না টাকা দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। আপনার মেয়ে ডিউটিতে ছিলেন, তাঁকে রক্ষা করা রাষ্ট্রের দায়। এটি বিধিবদ্ধ বিধান। আপনারা যদি এটি গ্রহণ করেন, তবে এটি ব্যবহার করতে পারেন। যা অনুভব করলাম তাই দিলাম। চাইলে আপনারা উচ্চ আদালতে যেতেই পারেন।"