Advertisment

RG Kar Case Sealdah Court Verdict: 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়', আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court Verdict: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের। নির্যাতিতার বাবা-মাকে কী বললেন বিচারক?

author-image
Joyprakash Das
New Update
Sanjay Roy sentenced to life imprisonment,RG Kar Case Sealdah Court Verdict,Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict,west bengal news,kolkata news,আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড,আরজি কর

Sanjay Roy sentenced to life imprisonment: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের।

RG Kar Case Sealdah Court Verdict Sanjay Roy sentenced to life imprisonment: শেষমেষ বহু প্রতীক্ষিত আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের। এদিন আদালতে আবারও দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজার সওয়াল করেছিলেন সিবিআই আইনজীবী। অন্যদিকে, সঞ্জয় রায়ের আইনজীবী তার মক্কেলকে সংশোধনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন।   

Advertisment

একটানা ৫ মাসেরও বেশি সময় ধরে চলেছে আরজি কর মামলা (RG Kar Case)। আরজি কর কাণ্ডে গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। আজ সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।

আরজি করের ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে সঞ্জয়ের ফাঁসির শাস্তির সওয়াল করেছিলেন CBI আইনজীবী। শেষমেশ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: 'জোর করে বয়ানে সই করিয়েছিল', সাজা ঘোষণার আগের মুহূর্তেই কেঁদে ভাসালেন সঞ্জয়

Advertisment
Sanjay Roy sentenced to life imprisonment,RG Kar Case Sealdah Court Verdict,Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict,west bengal news,আরজি কর সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
rg kar case verdict: ভিতরে চলছে সাজা ঘোষণা-পর্ব। শিয়ালদহ আদালতের তিনতলার বারান্দায় আইনজীবীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

 সোমবার নির্ধারিত সময়ে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে আনা হয়েছিল। প্রথমে সঞ্জয় নিজের বক্তব্য জানানোর সুযোগও পেয়েছিলেন। এদিন ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সঞ্জয় রায়। সিবিআই তাকে জোর করে বয়ানে সই করে নিয়েছিল বলেও অভিযোগ তুলেছিল সঞ্জয়। শুধু তাই নয়, মেডিকেল না করেই কেন্দ্রীয় সংস্থা তাকে হেফাজতে নিয়েছিল বলেও দাবি করে সঞ্জয়। এরপরেই এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে হাউহাউ করে কেঁদে ফেলেছিল সঞ্জয় রায়।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: 'সঞ্জয়কে ফাঁসি দিতে হলে আমার হাত কাঁপবে না', সাজা ঘোষণার আগেই বললেন মহাদেব

এদিন নির্ধারিত সময়েই অর্থাৎ বিকেল ২.৪৫ নাগাদ আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে রাজ্য সরকারকেও এদিন আরও একটি নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: সাজা ঘোষণার আগের দিন জেলে 'তাপ-উত্তাপ' নেই সঞ্জয়ের, চুটিয়ে খেললেন ক্যারাম

আরজি করের নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে সাজা ঘোষণার পরেই এদিন শিয়ালদহ আদালতে প্রতিবাদ শুরু করেন আইনজীবীদের একাংশ। সাজা ঘোষণা হতেই আদালতের তিনতলার বারান্দা থেকে আইনজীবীরা চিৎকার করে জানিয়ে দেন সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

Sanjay Roy sentenced to life imprisonment,RG Kar Case Sealdah Court Verdict,Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict,আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
rg kar case verdict: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

 

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict:'ফাঁসিকাঠ কোন দিকে, সাজার বিরুদ্ধে আবেদন কীভাবে?', সঞ্জয়ের প্রশ্নে-প্রশ্নে জেরবার জেলকর্মীরা

এদিন বিচারক সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের আদেশ শোনানোর পাশাপাশি নির্যাতিতা তরুণীর পরিবারকে মোট ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। তিনি তাঁর নির্দেশে জানান, কর্তব্যরত অবস্থায় মৃত্যুর জন্য নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ এবং ধর্ষণের জন্য ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict Live Updates: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, চিকিৎসক ধর্ষণ খুনে শাস্তির ঘোষণা শিয়ালদা কোর্টের

এদিন মামলার সাজা ঘোষণার সময় বিচারক নির্যাতিতার বাবা-মার উদ্দেশ্যে বলেন, "আমি মনে করি না টাকা দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। আপনার মেয়ে ডিউটিতে ছিলেন, তাঁকে রক্ষা করা রাষ্ট্রের দায়। এটি বিধিবদ্ধ বিধান। আপনারা যদি এটি গ্রহণ করেন, তবে এটি ব্যবহার করতে পারেন। যা অনুভব করলাম তাই দিলাম। চাইলে আপনারা উচ্চ আদালতে যেতেই পারেন।"

Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal Sanjay Roy RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment