Advertisment

RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা, ফের সুপ্রিম আহ্বানে কী বলছেন আন্দোলনকারীরা?

RG Kar Case-Supreme Court: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে এখনও উত্তাল গোটা বাংলা। নির্যাতিতার মৃত্যুর বিচার চেয়ে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আগেও তাঁদের কাজে ফেরার বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Case, Supreme Court asks to join work to agitating junior doctors, আরজি কর, জুনিয়র চিকিৎসক, সুপ্রিম কোর্ট

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা সুপ্রিম কোর্টের।

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎকদের আবারও কাজে ফেরার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে তাঁদের কাজে যোগ দিতে অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালতের ফের একবার এই আবেদন নিয়ে কী বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা?

Advertisment

আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলনের জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে এদিন সুপ্রিম কোর্টে ফের একবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, "একটানা আন্দোলনের জেরে ২৩ জন মারা গিয়েছেন। ৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে ফিরছেন না। পুলিশের অনুমতি না নিয়েই জায়গায়-জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। ৪১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।"

এর আগেও একবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের সওয়াল শুনে আবারও আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন- Mamata Banerjee: আরজি কর প্রতিবাদে নাভিশ্বাস সরকারের, পুজো-উৎসবে ফেরার বার্তা মমতার

আরও পড়ুন- Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মমতার, মুখ খুললেন CP-র ইস্তফা ইস্যুতেও

শীর্ষ আদালতের এই বার্তায় কী বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা? আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক এদিন বলেন, "আমরা আশাহত। সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। খুনের মোটিভ কী? CISF কতদিন আমাদের নিরাপত্তা দেবে? এরপর তো ফের রাজ্যই দেখবে নিরাপত্তার দিকটি। আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেব। পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে।" 

আরও পড়ুন- RG Kar Case: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিন, জুনিয়র ডাক্তারদের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী এক সিনিয়র চিকিৎসক বলেন, "আমরা বিচার চাই। আশা করি সুপ্রিম কোর্ট বিচার দেবে। আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি। আমি একজন সিনিয়র ডক্টর, জুনিয়রদের পাশে থাকছি। আমাদের প্রশাসন থেকে চাপ না দিয়ে যারা অন্যায় করেছে তাদের ধরা হোক। তাদের শাস্তি হোক। তারা শাস্তি পেলে তবেই বুঝব আমরা কাজের জায়গায় সুরক্ষিত।"

আরও পড়ুন- Offbeat Places: পাহাড়ি গ্রামের ভুবনভোলানো রূপ আর মন্ত্রমুগ্ধকর পরিবেশ! উত্তরবঙ্গের এতল্লাট এক কথায় অসাধারণ

তিনি আরও বলেন, "CP-র মেরুদণ্ড শক্ত থাকলে উনি পদত্যাগ করতেন। যারা আসল খুনি, ধর্ষক যতদিন তাদের শাস্তি না হচ্ছে, আমরা জুনিয়রদের বলব না যে তোমরা কাজে করো। তারাই তাদের সিদ্ধান্ত নেবে।"

supreme court protest agitation RG Kar Case
Advertisment