Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict:বহু প্রতীক্ষিত আরজি কর মামলার (RG Kar Case) রায়দান আজ। মেয়ের জন্য বিচার চেয়ে গত পাঁচ মাস ধরে যারা লড়াই করেছেন সেই নির্যাতিতার বাবা-মা আজ রায় ঘোষণার দিনে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।
বহু প্রতীক্ষিত আরজি কর মামলার রায়দান আর কয়েক ঘণ্টার মধ্যে। শিয়ালদহ আদালতে আজ আরজি কর মামলার রায় ঘোষণা। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছে। কোর্ট লকআপে রাখা হয়েছে সঞ্জয়কে।
CBI তদন্ত নিয়ে আগেই আরজি করের নির্যাতিতার বাবা-মা ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজ তাদের আদালতে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সিবিআই এবং আইনজীবী। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার বাবা।
আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict: দুপুরেই আরজি কর মামলার রায়, আগেই আদালত চত্বরে বিপুল জমায়েতের ডাক
আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, থামাতে গেলেই গুলি', পাল্টা গুলিতে সাজ্জাকের মৃত্যু, জানালেন ADG আইনশৃঙ্খলা
তিনি বলেছেন, "আমাদের আইনজীবী এবং সিবিআই আমাদের আদালতে না যেতে বলেছেন। সাম্প্রতিক সময়ে আদালতের কার্যক্রম সম্পর্কে আমার কোনও ধারণা নেই... সিবিআই কখনও ফোন করেনি। আমি যে কোন জায়গায়, তারা একবার বা দু'বার আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু যখনই আমরা তাদের তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করি, তারা সবসময় বলে যে আমার মেয়ের গলায় কামড় রয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সেখানে ২ জন মহিলা উপস্থিত ছিলেন। আমরা চাই এর সাথে জড়িত সকলের শাস্তি হোক।"
আরও পড়ুন- Police: 'পুলিশ যা করেছে ঠিক করেছে', সাজ্জাককে গুলি-গুলি কাণ্ডে প্রশাসনের প্রশংসায় BJP