RG Kar Protest: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর এক মাস কেটে গিয়েছে। তবে তাতে এতটুকুও কমেনি বিক্ষোভের আগুনে আঁচ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে গত ১৪ অগাস্ট 'রাত দখলের' কর্মসূচিতে উত্তাল হয়েছিল বাংলা। আজ সেই 'রাত দখলের' এক মাস পূর্তি। আজ শনিবার আবারও সেই 'রাত দখলের ডাক'।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর গত ১৪ আগস্ট গোটা বাংলা দেখেছিল অভিনব এক কর্মসূচি। 'মেয়েদের রাত দখল' শীর্ষক সেই কর্মসূচি রীতিমতো সুনামি বইয়ে দিয়েছিল গোটা বাংলায়। দলমত নির্বিশেষে কাতারে কাতারে মানুষ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিল।
আজ সেই ১৪ আগস্ট 'রাত দখলের' এক মাস পূর্তি। আজ ১৪ সেপ্টেম্বর ফের একবার 'রাত দখলের' ডাক। তরুণী চিকিৎসকের হত্যার বিচারের দাবিতে প্রতিদিন আন্দোলনের সুর চড়া হচ্ছে। সমাজের বিভিন্ন মহল থেকে উঠছে গমগমে প্রতিবাদের ঢেউ। আজ আবারও রাত দখলের সেই কর্মসূচিতে রাজ্যবাসীকে সামিল হওয়ার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- Birbhum News: আরজি কর কাণ্ড নিয়ে গমগমে রাজ্য! এই আবহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন
আরও পড়ুন- CPIM Leader Arrested: ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেফতার CPIM যুবনেতা কলতান দাশগুপ্ত
এদিকে আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একাধিক কর্তার বিরুদ্ধে দিকে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছে। জুনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডের দায় নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এককাট্টা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ ৫ দফা দাবিতে চলছে নাছোড় আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের বুঝিয়ে এই আন্দোলন প্রশমিত করার সব ধরনের চেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। আরজি কর কাণ্ডে প্রতিবাদের সুর দিন যত এগোচ্ছে ততই যেন চড়া হচ্ছে।
আরও পড়ুন- Digha: এবার ফাটাফাটি মজা দিঘায়! কম খরচে পর্যটকদের জন্য দুরন্ত বন্দোবস্ত পুজোর আগেই?