Nabanna Abhijan:নবান্ন অভিযানে পুলিশি বাধা-ব্যাপক লাঠিচার্জ, 'এর মাশুল দেবেন মমতা', হুঙ্কার শুভেন্দুর

Suvendu Adhikari-Mamata Banerjee: নবান্ন অভিযানকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari-Mamata Banerjee: নবান্ন অভিযানকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case,  One year anniversary  ,Nabanna Abhijan 2025  ,Chaos in protest  ,Police lathi charge  ,Lathi charge in Kolkata,  Suvendu Adhikari protest  ,BJP Nabanna march  ,TMC vs BJP  ,Government hospital corruption,  RG Kar Hospital controversy,  Protest rally  ,Mamata Banerjee,Clash with police  ,Political unrest in West Bengal  ,August 9 protest 2025  ,Street protest Kolkata,Mousumi Kayal,Tumpa Kayal,মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, আরজি কর কাণ্ড  ,এক বছর পূর্তি,  নবান্ন অভিযান ২০২৫  ,ধুন্ধুমার পরিস্থিতি,  লাঠিচার্জ  ,কলকাতায় পুলিশের লাঠিচার্জ,  শুভেন্দু অধিকারী বিক্ষোভ,  বিজেপির নবান্ন অভিযান  ,তৃণমূল বনাম বিজেপি,  সরকারি হাসপাতালের দুর্নীতি,  আরজি কর দুর্নীতি  ,বিক্ষোভ মিছিল,  রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া,  পুলিশি বাধা  ,রাজনৈতিক সংঘর্ষ  ,৯ অগাস্ট প্রতিবাদ  ,পশ্চিমবঙ্গ রাজনীতি ২০২৫

Nabanna Abhijan 2025: পার্ক স্ট্রিটে রাস্তার একপাশে বসে বিক্ষোভ শুভেন্দু অধিকারীদের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

RG Kar Protest:আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেয় তার বাবা-মা। দলের পতাকা ছাড়াই এদিন সেই অভিযানে সামিল হন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে BJP-র শীর্ষনেতাদের অনেকে। অভিযান রুখতে দিতে এদিন আগাগোড়া সচেষ্ট ছিল পুলিশ। শহর কলকাতাজুড়ে মোতায়েন করা হয় কয়েক হাজার পুলিশকর্মীকে। দিকে দিকে গড়ে তোলা হয় ব্যারিকেড। পার্ক স্ট্রিটে অভিযানে বাধা পেয়ে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে রাস্তার একপাশে বসে পড়েন শুভেন্দু অধিকারী।

Advertisment

নবান্ন অভিযানে সামিল হওয়া বহু প্রতিবাদীকে এদিন পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয়েছে। এদিন দুপুরে পার্ক স্ট্রিট মোড়ে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল রানি রাসমণি রোড থেকে শুরু হয়। বিদ্যাসাগর সেতুর দিকে মিছিল এগোতে থাকে। এরপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলেই তুমুল উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন- Nabanna Abhijan: নবান্ন অভিযানে আগুনে প্রতিবাদ, ফেলে মারধর নির্যাতিতার বাবা-মাকে, মাথা ফাটল অর্জুন সিংয়ের

Advertisment

পার্ক স্ট্রিট মোড় চত্বরে বিরাট মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে দেয়। টেনে হিঁচড়ে সরানো হয় বিক্ষোভকারীদের। শুভেন্দু অধিকারীর দাবি, এদিন তাঁকেও মারধর করেছে পুলিশ। পুলিশি বাধায় রাস্তার একদিকে বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে বসে পড়েন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- Nabanna Abhijan:নবান্ন অভিযানে ধুন্ধুমার, 'এরা বিচার দেবে না, সরকারের বদল চাই', সোচ্চার কামদুনির মৌসুমী-টুম্পারা

প্রায় দু'ঘণ্টা সেখানেই বসে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা। এদিনের কর্মসূচিতে পুলিশি বাধা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এর মাশুল দেবেন। আজ অভয়ার বাবা-মাকেও মারধর করা হয়েছে। গত বছর ৯ অগাস্ট অত্যাচার, আজও অত্যাচার। কী করেনি এই মনোজ ভার্মার পুলিশ। মমতা ধ্বংস হবে। জনতা বনাম মমতা। জোরদার লড়াই হবে। আমি এই আন্দোলন তুলে নিচ্ছি। জুনিয়র ডাক্তাররা কালীঘাট চলো অভিযান করছেন। ওদের অভিযান যাতে সফল হয়, সেই কামনা করছি। আমরা ওদের পাশে আছি।"

আরও পড়ুন- Nabanna Abhijan:নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতায়, ব্যাপক লাঠিচার্জ, BJP বিধায়কদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুভেন্দুর

Suvendu Adhikari Nabanna Abhijan CM Mamata banerjee