RG Kar Case: আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী বদল, এবার কার উপর 'ভরসা' 'অভয়া'র বাবা-মায়ের?

RG Kar Case: এতদিন আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এবার নতুন আইনজীবী লড়বেন মামলা।

RG Kar Case: এতদিন আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এবার নতুন আইনজীবী লড়বেন মামলা।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case,karuna nandy,supreme court,west bengal news,আরজি কর মামলা,সুপ্রিম কোর্ট

আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবী বদল।

RG Kar Case: আরজি কর (RG Kar)-এর নির্যাতিতার পরিবারের হয়ে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী করুণা নন্দী (Karuna Nandy)। আগেই আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover) এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। বৃন্দা গ্রোভারের পর এবার নির্যাতিতার পরিবারের হয়ে করুণা নন্দী ও তাঁর সহযোগিরা সুপ্রিম কোর্টে সওয়াল করবেন।

Advertisment

এর আগে নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং এমনকী সুপ্রিম কোর্টেও বৃন্দা গ্রোভার ও তাঁর সহযোগীরা আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করতেন। তবে দিন কয়েক আগে তিনি জানিয়ে দেন, তিনি আর নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন না। এক্ষেত্রে সাম্প্রতিক কয়েকটি বিষয় তৈরি হওয়ার জেরেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়ে দিয়েছিলেন।

হঠাৎ করে বৃন্দা সরে দাঁড়ানোয় নির্যাতিতার পরিবার খানিকটা সমস্যায় পড়েন। তবে তাঁদের মুশকিল আসানে এবার এগিয়ে এসেছেন আর এক খ্যাতনামা আইনজীবী করুণা নন্দী। তিনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন।

আরও পড়ুন- West Bengal News Live: সাতসকালে হাড়হিম কাণ্ড কলকাতায়! আবর্জনার স্তূপে কাটা মুণ্ড

Advertisment

আরও পড়ুন- Partha Chatterjee: এতদিনে ছিঁড়ল শিকে! ED-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

এবার সেই করুণা নন্দীই আরজি করের নির্যাতিতার মা-বাবার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। এবার শিয়ালদা আদালত, কলকাতা হাইকোর্টেও অন্য কোনও আইনজীবীকে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করতে দেখা যাবে। 

আরও পড়ুন- West Bengal Weather: এবার হাড় কাঁপাবে ঠান্ডা! শৈত্যপ্রবাহের কবলে কোন কোন জেলা? কলকাতার পারদ কোথায় নামবে?

জানা গিয়েছে, বৃন্দা গ্রোভারের সাম্প্রতিক বেশ কিছু সওয়ালে সন্তুষ্ট ছিলেন না আরজি করের নির্যাতিতার পরিবার। তাঁদের বক্তব্য ছিল, বেশ কিছু বিষয় বৃন্দা তাঁদের কাছে গোপন করছেন কিংবা সরাসরি কিছু জানাচ্ছেন না। এককথায় বৃন্দার সওয়ালে তাঁরা ভরসা রাখতে পারছিলেন না। সেই কারণেই আইনজীবী বদল। 

Bangla News RG Kar Case news of west bengal news in west bengal Bengali News Today supreme court