/indian-express-bangla/media/media_files/2025/11/01/love-1-2025-11-01-12-08-09.jpg)
Romantic date places in Kolkata: প্রতীকী ছবি।
Best Date spots in Kolkata: আজকাল প্রেমের শুরুটা অনেক সময়ই হয় অনলাইনে। সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপ, এসবের মাধ্যমে মনের মানুষ খুঁজে নিচ্ছেন অনেকে। কিন্তু আলাপের পর আসল প্রশ্নটা হলো, প্রথম দেখা কোথায় হবে? রেস্তোরাঁ বা ক্যাফে তো সাধারণ ব্যাপার! যদি একটু অন্যরকম, একটু স্মরণীয় ডেট করতে চান, তবে কলকাতার এই জায়গাগুলোয় প্রেমের সূচনা হোক রঙিন ভাবে।
প্রিন্সেপ ঘাট: সূর্যাস্তের আলোয় প্রথম ভালোবাসা
হুগলি নদীর ধারে প্রিন্সেপ ঘাট মানেই রোম্যান্সের এক অনন্য ঠিকানা। বিকেলের ম্লান আলো, নদীর হাওয়া আর প্রিয়জনের পাশে বসে কথার ফুলঝুরি, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে! চাইলে নৌকায় করে একটু ঘুরে নিতে পারেন নদীর বুকে। সূর্য ডোবার সময় সেই দৃশ্য দেখে প্রেমে না পড়ে থাকা যায়!
আরও পড়ুন- Boyra Kali Temple: উত্তরবঙ্গের প্রাচীনতম জাগ্রত কালীমন্দির, বয়রায় আজও বাজে মায়ের নুপুরের ধ্বনি
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/01/love-2-2025-11-01-12-10-55.jpg)
নৌকাভ্রমণ: প্রেমের শুরু হোক গঙ্গার বুকে
প্রথম ডেটে একটু ভিন্ন কিছু করতে চাইলে নৌকাভ্রমণ হতে পারে দারুণ বিকল্প। প্রিন্সেপ ঘাট থেকে ঘণ্টাখানেকের নৌকা যাত্রা, সঙ্গে ঠান্ডা হাওয়া, প্রিয়জনের হাসি আর গঙ্গার ঢেউ, এই স্মৃতি অনেকদিন মনে থাকবে।
মিলেনিয়াম পার্ক: শান্ত বিকেলের সঙ্গী
শহরের কোলাহলের মধ্যেই নদীর ধারে নিঃশব্দ সৌন্দর্য খুঁজে পাবেন মিলেনিয়াম পার্কে। সবুজ ঘাস, ফুলে ভরা বাগান আর গঙ্গার হাওয়া, ডেটের জন্য পারফেক্ট পরিবেশ। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে, আর প্রবেশমূল্য মাত্র পাঁচ টাকা।
রবীন্দ্র সরোবর: প্রেমের ঠিকানা লেকের ধারে
ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর, যুগলদের কাছে কলকাতার অন্যতম প্রিয় জায়গা। সকালে সূর্যোদয় কিংবা বিকেলের পড়ন্ত আলো, প্রতিটি মুহূর্তেই এখানে প্রেমের রং ছড়িয়ে থাকে। হাঁটতে হাঁটতে গল্পে ভরপুর এক বিকেল হয়ে উঠতে পারে বিশেষ স্মৃতি।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/01/love-3-2025-11-01-12-13-55.jpg)
আরও পড়ুন- Prawn Recipe: স্বাদ বদলান! দামে কুলোতে অল্প হলেও একবার খান ইচা মারা, মুখে লেগে থাকবে
ময়দান: সবুজের মাঝে শহুরে ভালোবাসা
কলকাতার মাঝখানে এমন বিশাল সবুজের সমারোহ খুব কমই আছে। ময়দানে বসে গরম চা আর বাদাম হাতে প্রিয়জনের সঙ্গে গল্পে ডুবে থাকা— সহজ অথচ হৃদয় ছোঁয়া রোম্যান্স। চাইলে ঘাসে হেঁটে কাটাতে পারেন অলস বিকেল।
ছোট্ট পরামর্শ:
প্রথম ডেট মানেই আলাদা করে কিছু সাজানোর দরকার নেই। একটু সময়, একটু আন্তরিকতা আর একটুখানি হাসিই যথেষ্ট, বাকিটা কলকাতা নিজেই তৈরি করে দেবে আপনার প্রেমের সেরা পটভূমি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us