Royal Bengal Tiger Zeenat has entered the forest near Mukutmanipur: ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট (Similipal Tiger Reserve) থেকে ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে এ রাজ্যের জঙ্গলমহলে ঢুকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বাঘিনী জিনাত গত কয়েক সপ্তাহ ধরে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার বনভূমি। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া পেরিয়ে এবার বাঁকুড়ার জঙ্গলমহলে ঢুকে পড়েছে বাঘটি।
গলায় রেডিওকলার থাকায় প্রতিনিয়ত বাঘিনী জিনাতের গতিবিধি সম্পর্কে খবর পৌঁছে যাচ্ছে বনদপ্তরের কাছে। সেই খবর অনুযায়ী এবার জানা গিয়েছে, বাঁকুড়ার মুকুটমণিপুরের (Mukutmanipur) আশেপাশেই ঘোরাফেরা করছে বাঘিনি জিনাত। রানিবাঁধের বনপুকুরিয়া ডিয়ার পার্কের কাছে জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। গোপালপুরের জঙ্গলের মধ্যেই ঘাপটি মেরে রয়েছে প্রকাণ্ড সেই বাঘ।
পর্যটনের ভরা মরশুমে এই মুহূর্তে ছুটি কাটাতে মুকুটমণিপুরে বিপুল ভিড়। ঠিক এই মুহূর্তে সেখানে বাঘের হানায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। চূড়ান্ত সতর্ক রয়েছে বনদপ্তর। বাঘটির গতিবিধি সম্পর্কে প্রতিনিয়ত কড়া নজরদারি রাখা হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মানবাজারের ডাংরডির জঙ্গল থেকে শুক্রবার রাতেই পালিয়ে যায় জিনাত। শনিবার সে কংসাবতী জলাধারের একেবারে নিকটস্থ রানিবাঁধ ব্লকের বনপুকুরিয়ার ডিয়ার পার্কের কাছের জঙ্গলে পৌঁছে গেছে।
আরও পড়ুন- Banglar Bari: বাংলার বাড়ি: কেউ 'কাটমানি' চাইলেই করুন এই কাজটি...মোক্ষম উদ্যোগ রাজ্যের!
আরও পড়ুন- Special Train: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 'বিরাট সুখবর', চলছে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি
এই কংসাবতী জলাধারের একদিকে রয়েছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। পর্যটনের মরশুসুমে সেখানে এই মুহূর্তে বিপুল ভিড় পর্যটকদের। স্বাভাবিকভাবেই বাঘের হানা রীতিমতো উদ্বেগের কারণ তৈরি করেছে মুকুটমণিপুরে। বনদপ্তরের তরফে অহরহ মাইকিং চলছে মুকুটমণিপুর ডিয়ার পার্কের সংলগ্ন এলাকায়। জঙ্গলের রাস্তায় কোনওমতেই যাতে কেউ না পা বাড়ায় সেই ঘোষণা চলছে অহরহ। সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র বিশেষজ্ঞদের দল তক্কে-তক্কে রয়েছে। বনদপ্তরের একাধিক কর্তা পৌঁছে গিয়েছেন মুকুটমণিপুরে। রেডিও কলারের মাধ্যমে প্রতিনিয়ত বাঘটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।