Eastern Railway: RPF-এর দুরন্ত অভিযানে বড়সড় সাফল্য! মুহূর্তের অ্যাকশনে বিরাট গ্রেফতারি

Operation Aaht-Operation Nanhey Faristey: পূর্ব রেলের আরপিএফের অসাধারণ অভিযান! “অপারেশন আহট” ও “অপারেশন নানহে ফারিস্তে” অভিযানে বড়সড় সাফল্য। যাত্রী ও শিশু সুরক্ষায় আরপিএফের তৎপরতা প্রশংসিত।

Operation Aaht-Operation Nanhey Faristey: পূর্ব রেলের আরপিএফের অসাধারণ অভিযান! “অপারেশন আহট” ও “অপারেশন নানহে ফারিস্তে” অভিযানে বড়সড় সাফল্য। যাত্রী ও শিশু সুরক্ষায় আরপিএফের তৎপরতা প্রশংসিত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RPF Eastern Railway, Operation Aaht, Operation Nanhey Faristey, human trafficking rescue, minor girl rescued, Bandel Railway Station, Asansol Railway Station, woman trafficker arrested, child safety, Indian Railways, passenger security, Eastern Railway news, Kolkata railway update,আরপিএফ, পূর্ব রেল, অপারেশন আহত, অপারেশন নানহে ফারিশ্তে, মানবপাচার রোধ, নাবালিকা উদ্ধার, মহিলা পাচারকারিণী গ্রেফতার, ব্যান্ডেল রেলস্টেশন, আসানসোল রেলস্টেশন, শিশু সুরক্ষা, যাত্রী নিরাপত্তা, পূর্ব রেল খবর, ভারতীয় রেল সংবাদ

RPF-Eastern Railway: দুরন্ত তৎপরতা রেলের।

Eastern Railway: যাত্রী নিরাপত্তা ও মানবিক দায়িত্ব পালনে ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF)। পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত শনিবার অর্থাৎ ১ নভেম্বর পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আরপিএফের তৎপরতায় দুটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে দুই নাবালিকা। এক ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত এক মহিলাকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisment

প্রথম ঘটনাটি ঘটে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে। “অপারেশন আহট”-এর আওতায় তৎপরতা চালিয়ে আরপিএফ পোস্ট ব্যান্ডেলের আধিকারিকরা এক নাবালিকা কন্যাকে উদ্ধার করেন এবং মামনি ওরফে মিমি মণ্ডল নামে এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: গুলির শব্দে ঘুম ভাঙল দক্ষিণ কলকাতার! সপ্তাহের শুরুতেই দুষ্কৃতী দাপট, জখম মহিলা হাসপাতালে

Advertisment

পরে উদ্ধার হওয়া শিশু ও অভিযুক্তকে জিআরপিএস (Bandel)-এর হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) ও শিশু শ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন-TMC:“বৈধ ভোটার বাদ পড়লে BJP নেতাদের গাছে ঝুলিয়ে মার,” SIR ইস্যুতে তৃণমূলের দাপুটে নেতার বেনজির হুঁশিয়ারি

একই দিনে, “অপারেশন নানহে ফারিস্তে” অভিযানের অধীনে আসানসোল ডিভিশনের আসানসোল ওয়েস্ট পোস্টের আরপিএফ কর্মীরা আরেক নাবালিকা কন্যাকে উদ্ধার করেন।

আরও পড়ুন-Jyotipriya Mallick: ‘কাজের কথা বলতে এসেছিলাম’, বলেই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পেটে ঘুঁষি যুবকের! পরের ঘটনা জানলে...

ওই শিশু রাজধনী এক্সপ্রেস (ট্রেন নং ১২৩০১ আপ) থেকে আসানসোল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায়। আরপিএফ কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দেন, যাতে তার যথাযথ যত্ন ও কাউন্সেলিং করা যায়।

RPF Eastern Railway West Bengal News west bengal latest news