/indian-express-bangla/media/media_files/2025/11/03/rpf-2025-11-03-12-11-42.jpg)
RPF-Eastern Railway: দুরন্ত তৎপরতা রেলের।
Eastern Railway: যাত্রী নিরাপত্তা ও মানবিক দায়িত্ব পালনে ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF)। পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত শনিবার অর্থাৎ ১ নভেম্বর পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আরপিএফের তৎপরতায় দুটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে দুই নাবালিকা। এক ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত এক মহিলাকে গ্রেফতারও করা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে। “অপারেশন আহট”-এর আওতায় তৎপরতা চালিয়ে আরপিএফ পোস্ট ব্যান্ডেলের আধিকারিকরা এক নাবালিকা কন্যাকে উদ্ধার করেন এবং মামনি ওরফে মিমি মণ্ডল নামে এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেন।
আরও পড়ুন- West Bengal News Live Updates: গুলির শব্দে ঘুম ভাঙল দক্ষিণ কলকাতার! সপ্তাহের শুরুতেই দুষ্কৃতী দাপট, জখম মহিলা হাসপাতালে
পরে উদ্ধার হওয়া শিশু ও অভিযুক্তকে জিআরপিএস (Bandel)-এর হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) ও শিশু শ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
একই দিনে, “অপারেশন নানহে ফারিস্তে” অভিযানের অধীনে আসানসোল ডিভিশনের আসানসোল ওয়েস্ট পোস্টের আরপিএফ কর্মীরা আরেক নাবালিকা কন্যাকে উদ্ধার করেন।
ওই শিশু রাজধনী এক্সপ্রেস (ট্রেন নং ১২৩০১ আপ) থেকে আসানসোল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায়। আরপিএফ কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দেন, যাতে তার যথাযথ যত্ন ও কাউন্সেলিং করা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us