Rs 10 Surcharge to be leived on every ticket for special pair of of night services from 1.1.25: কলকাতা মেট্রোয় (Kolkata Metro) রাতের পরিষেবায় এবার সারচার্জ বসছে। কলকাতা মেট্রোরেলের ৪০ বছরের ইতিহাসে বেনজির সিদ্ধান্ত। আগামিকাল ১ জানুয়ারি, ২০২৪ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম চালু হচ্ছে পুরোদমে। মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি জারি করে এব্যাপারে বিশদে জানানো হয়েছে।
এবার আরও দামী মেট্রো পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে বেশি রাতেও কলকাতায় মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে গত কয়েক মাসে দেখা গেছে, এই পরিষেবায় মেট্রোর আর্থিক ক্ষতির বহর বেড়েই চলেছে। বেশ লোকসান করেই রাতের পরিষেবা চালিয়ে যেতে হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে। যাত্রীদের সুবিধার্থে রাত ১০.৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে উভয় দিকে মেট্রো চালাচ্ছে কর্তৃপক্ষ।
এই সার্ভিসেই যাত্রী তেমন হচ্ছে না। দিনের পর দিন এই সময়ে মেট্রো চালিয়ে আর্থিক ক্ষতির বহর বেড়েই চলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এই পরিষেবা কতদিন পর্যন্ত চালিয়ে যাওয়া যাবে তা নিয়েও রীতিমতো সন্ধিহান মেট্রোকর্তারা।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'সুদ-সহ বদলা নেব', সন্দেশখালির সভামঞ্চ থেকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর!
তাই এবার কলকাতা মেট্রোয় রাতের পরিষেবায় আর্থিক ক্ষতি খানিকটা কমাতে নতুন বছরের শুরুর দিন থেকেই টিকিটে সারচার্জ বসানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি টিকিটে ১০ টাকা করে সারচার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকেই রাত ১০.৪০ মিনিটের মেট্রোর টিকিটে বসবে সারচার্জ। কবি সুভাষ এবং দমদম উভয় প্রান্ত থেকে রাত ১০.৪০ মিনিটে যে মেট্রো ছাড়ে তার টিকিটের ওপর ১০ টাকা করে সারচার্জ ধার্য করা হয়েছে। কলকাতা মেট্রো রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে টিকিটের দামের ওপর এই সারচার্জ নেওয়া হবে।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ হিন্দুদের, ঢাকায় ফের ভারত বিরোধী স্লোগান