Santanu Banerjee returns his home after gets bail on recruitment scam case: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে তার নাম আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে। নিয়োগ দুর্নীতির মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায় (Shantanu Banerjee)। আদালতের নির্দেশে জামিনে আপাতত মুক্ত তিনি। সেই শান্তনু শুক্রবার বাড়িতে ফিরতেই পেলেন 'বীরের সম্মান'।
২০২৩ সালের মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায়। তার দল তাকে বহিষ্কার করলেও তৃণমূলের প্রতি তার আনুগত্য এতটুকুও কমেনি। বাড়ি ফিরেই সে কথাই স্পষ্ট বোঝালেন শান্তনু। বললেন, "আগামী বিধানসভা নির্বাচনে ২৫০টি আসন নিয়ে পুনরায় রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল।"
গতকাল বিকেলে হুগলির বলাগড়ের বারুইপাড়ার বাড়িতে ফেরার সময় গ্রামের মহিলারা শাঁখ বাজিয়ে শান্তনুকে স্বাগত জানিয়েছেন। পুষ্পস্তবক দিয়ে শান্তনুকে স্বাগত জানিয়েছেন এলাকায় তৃণমূলের অন্য যুব নেতারা। শান্তনুকে স্বাগত জানানোর সেই ভিড়ে ছিলেন শ্রীপুর-বলাগড় পঞ্চায়েতের বারুইপাড়া গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুরুই টুডুও।
আরও পড়ুন- West Bengal News Live:দার্জিলিঙে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পাহাড়নগরীতে
কপালে লাল টিপ পরিয়ে শান্তনুকে বরণ করে নিয়েছে তার গ্রাম। কেউ এসেছিলেন ফুলের মালা নিয়ে, কেউ সেই মালা পরিয়ে দিয়েছেন শান্তনুর গলায়। কেউ আবার শাঁখ বাজিয়ে বরণ করেছেন যুব নেতাকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলায় ইডির বিশেষ আদালত জামিন দিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। দু'বছর ১১ দিন পর ফের বলাগড়ের বারুইপাড়ার বাড়িতে ফিরেছেন তিনি। গতকাল বাড়ি ফেরার আগে কলকাতার কালীঘাটের মন্দিরে পুজোও দিয়েছিলেন শান্তনু। শান্তনুর গ্রামে ফেরার আনন্দে নীল-সাদা বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল তার বাড়ির আশেপাশের এলাকা। শান্তনুর বাড়ির বাইরে রীতিমতো প্যান্ডেল বাঁধা হয়েছিল।
আরও পড়ুন- Dilip Ghosh: 'বাড়ি থেকে টেনে এনে মারব', ফের মাঠে নেমে আগুনে হুঁশিয়ারি শুরু ডাকাবুকো দিলীপের
বাড়ির বাইরে সুসজ্জিত মঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল নীল সাদা বেলুনে। বাড়ি ফেরার পর এভাবে তাঁকে স্বাগত জানানোয় আপ্লুত শান্তনু নিজেও। ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন হুগলি জেলা পরিষদের তৎকালীন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে থাকা শান্তনু বন্দোপাধ্যায়। যদিও পরবর্তী সময়ে তার দল তাকে বহিষ্কার করে। তবে এবার জামিন পেয়ে বাড়িতে ফিরেও দলের প্রতি আনুগত্য যে এতটুকু তার কমেনি সেকথা স্পষ্টভাবে বুঝিয়েছেন শান্তনু। তিনি বলেছেন, "আমি এখনও দলের অনুগত সৈনিক। এখন আমি বহিষ্কৃত। তবে দলের সমর্থক হিসেবেই থাকব। দল আমাকে নেবে কিনা তা ঠিক করবেন দলনেত্রী ও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।"
আরও পড়ুন- Kolkata Fire: আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আগুনে চরম আতঙ্ক