SC-ST সার্টিফিকেট জটিলতা কাটাতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের! নবান্ন নিল নয়া সিদ্ধান্ত

SC/ST certificate: তফশিলি শংসাপত্র পাওয়া নিয়ে জটিলতা কাটাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

SC/ST certificate: তফশিলি শংসাপত্র পাওয়া নিয়ে জটিলতা কাটাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Nabanna: নবান্ন।

SC/ST certificate West Bengal:তফশিলি জাতি শংসাপত্র নিয়ে জটিলতা কাটাতে এবার যুগান্তকারী তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য তফশিলি উপদেষ্টা পর্ষদ বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই নেওয়া হয়েছে নতুন একটি সিদ্ধান্ত।

Advertisment

এবার থেকে একজন রক্তের সম্পর্কের আত্মীয়ের শংসাপত্রেই মিলবে তফশিলি সার্টিফিকেট। তফশিলি শংসাপত্র নিয়ে জটিলতা কাটাতে নতুন এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, SC-ST সার্টিফিকেট জোগাড় করতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন- Fire:সাতসকালে জনবহুল রেলস্টেশনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম, বন্ধ ট্রেন চলাচল

Advertisment

বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেক সময় বাবা-মায়ের SC-ST সার্টিফিকেট না থাকার জেরে সন্তানদের পরবর্তী সময়ে সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ, যেসব আত্মীয়দের আগে থেকে সেই সব সার্টিফিকেট রয়েছে, তাঁরা অনেক ক্ষেত্রেই সহযোগিতা করেন না বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'কেশ স্পর্শের ক্ষমতা কারও নেই, পাশে আছে BJP', মাদ্রাসার সামনে দাঁড়িয়ে মুসলিমদের আশ্বাস শমীকের

এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রীও। তারপরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে তৎপরতা নিয়েছেন। মুখ্যসচিবকে এই ব্যাপারে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। তারপরেই তাঁর নেতৃত্বে হওয়া তফশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Kolkata Weather Update: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

তফশিলি জাতি এবং উপজাতিদের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প এবং সুবিধা চালু করেছে। সেই সব সুবিধা যাতে তাঁরা পান সেই ব্যাপারে আরও বেশি প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bengali News Today mamata SC