/indian-express-bangla/media/media_files/2024/11/14/34M5n6wtT5yyE4y8g68O.jpg)
Nabanna: নবান্ন।
SC/ST certificate West Bengal:তফশিলি জাতি শংসাপত্র নিয়ে জটিলতা কাটাতে এবার যুগান্তকারী এক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গতকালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য তফশিলি উপদেষ্টা পর্ষদ বৈঠকে বসেছিল। এই বৈঠকেই নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত।
এবার থেকে একজন রক্তের সম্পর্কের আত্মীয়-শংসাপত্রেই মিলবে তফশিলি সার্টিফিকেট। তফশিলি শংসাপত্র নিয়ে জট কাটাতে নতুন এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, SC-ST সার্টিফিকেট জোগাড় করতে গিয়ে যারপরনাই সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন- Fire:সাতসকালে জনবহুল রেলস্টেশনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম, বন্ধ ট্রেন চলাচল
বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেক সময় বাবা-মায়ের SC-ST সার্টিফিকেট না থাকার জেরে সন্তানদের সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ, যেসব আত্মীয়দের আগে থেকে সেই সব সার্টিফিকেট রয়েছে, তাঁরা অনেক ক্ষেত্রেই সহযোগিতা করেন না বলে জটিলতা বাড়ে।
এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ পেতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে তৎপরতা নিয়েছেন। মুখ্যসচিবকে এই ব্যাপারে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। তারপরেই তাঁর নেতৃত্বে হওয়া তফশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Update: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
তফশিলি জাতি এবং উপজাতিদের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প এবং সুবিধা চালু করেছে। সেই সব সুবিধা যাতে তাঁরা পান সেই ব্যাপারে আরও বেশি প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।