Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে AC EMU লোকাল: যাত্রী স্বার্থে রেলের অনন্য এই উদ্যোগ দারুণ চর্চায়!

Sealdah Division-AC EMU locals: রেলপথে যাত্রীদের দারুণ স্বাচ্ছ্যন্দের একটি যাত্রা উপহার দিতে নতুন এই তৎপরতা রেলের। শুরুতেই দারুণ সাড়া।

Sealdah Division-AC EMU locals: রেলপথে যাত্রীদের দারুণ স্বাচ্ছ্যন্দের একটি যাত্রা উপহার দিতে নতুন এই তৎপরতা রেলের। শুরুতেই দারুণ সাড়া।

author-image
Joyprakash Das
New Update
sukanta majumder  AC local Train

AC EMU locals: এসি লোকাল ট্রেন।

AC EMU locals:পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক বৈপ্লবিক পদক্ষেপে পুজোর মুখে রেলযাত্রীদের জন্য নতুন উপহার এনে দিয়েছে। AC (এয়ার কন্ডিশনড) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) লোকাল ট্রেনের চাকা গড়ানো বাংলায় রেলের ইতিহাসে এক দারুণ মাইলফলক ছোঁয়ার মতোই! এসি লোকাল ট্রেনের যাত্রা তদুপরি এই আধুনিক পরিষেবা এক সাধারণ যাত্রাকে উন্নত, দ্রুত ও আরামদায়ক ভ্রমণে পরিণত করেছে।

Advertisment

শিয়ালদহ–রানাঘাট রুটে চালু হয় বাংলার প্রথম AC লোকাল ট্রেন। যেটি ১১২৬ যাত্রী ধারণ ক্ষমতার ১২-কোচ। রেকটি তৈরি হয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF), চেন্নাইতে।

আধুনিক এই রেকটি সঠিক সময়ের সাথে ১১০ কিমি/ঘন্টা সর্বোচ্চ গতি, সিসিটি‌ভি নজরদারি, GPS-সক্ষম LED প্রদর্শন ও ভয়েস অ্যানাউন্সমেন্ট, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, নিরাপত্তা টক-ব্যাক ব্যবস্থা এবং ফ্ল্যাট-জুড়ে জোড়া ভিস্টিবিউল গ্যাংওয়ে সহ বিশুদ্ধ স্বাধীন চলাচল নিশ্চিত করে।

Advertisment

আরও পড়ুন- Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি

যাত্রীরা শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই আগ্রহের সঙ্গে জানিয়েছেন যে এটির আরামদায়ক সিট, গতি ও নিরাপত্তা সত্যিই অনবদ্য। শিয়ালদহের DRM রাজীভ শর্মা জানিয়েছেন, আরও একটি AC রেক আসছে এবং শীঘ্রই চালু হবে শিয়ালদহ–বনগাঁ-রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুইটি নতুন এসি লোকাল পরিষেবা মিলবে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, 'বিজেপি দেশের লজ্জা', তোলপাড় ফেলা মন্তব্য মমতার

এই নয়া দুই ট্রেনও যাত্রীদের ভিড় সামাল দিতে কার্যকরী ভূমিকা নেবেয সেই সঙ্গে যাত্রাপথও আরও বেশি আরামদায়ক হবে।

AC Local Train Sealdah Division Local Train