/indian-express-bangla/media/media_files/2025/08/10/sukanta-majumder-ac-local-train-2025-08-10-13-30-58.jpg)
AC EMU locals: এসি লোকাল ট্রেন।
AC EMU locals:পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক বৈপ্লবিক পদক্ষেপে পুজোর মুখে রেলযাত্রীদের জন্য নতুন উপহার এনে দিয়েছে। AC (এয়ার কন্ডিশনড) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) লোকাল ট্রেনের চাকা গড়ানো বাংলায় রেলের ইতিহাসে এক দারুণ মাইলফলক ছোঁয়ার মতোই! এসি লোকাল ট্রেনের যাত্রা তদুপরি এই আধুনিক পরিষেবা এক সাধারণ যাত্রাকে উন্নত, দ্রুত ও আরামদায়ক ভ্রমণে পরিণত করেছে।
শিয়ালদহ–রানাঘাট রুটে চালু হয় বাংলার প্রথম AC লোকাল ট্রেন। যেটি ১১২৬ যাত্রী ধারণ ক্ষমতার ১২-কোচ। রেকটি তৈরি হয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF), চেন্নাইতে।
আধুনিক এই রেকটি সঠিক সময়ের সাথে ১১০ কিমি/ঘন্টা সর্বোচ্চ গতি, সিসিটিভি নজরদারি, GPS-সক্ষম LED প্রদর্শন ও ভয়েস অ্যানাউন্সমেন্ট, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, নিরাপত্তা টক-ব্যাক ব্যবস্থা এবং ফ্ল্যাট-জুড়ে জোড়া ভিস্টিবিউল গ্যাংওয়ে সহ বিশুদ্ধ স্বাধীন চলাচল নিশ্চিত করে।
আরও পড়ুন- Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি
যাত্রীরা শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই আগ্রহের সঙ্গে জানিয়েছেন যে এটির আরামদায়ক সিট, গতি ও নিরাপত্তা সত্যিই অনবদ্য। শিয়ালদহের DRM রাজীভ শর্মা জানিয়েছেন, আরও একটি AC রেক আসছে এবং শীঘ্রই চালু হবে শিয়ালদহ–বনগাঁ-রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুইটি নতুন এসি লোকাল পরিষেবা মিলবে।
এই নয়া দুই ট্রেনও যাত্রীদের ভিড় সামাল দিতে কার্যকরী ভূমিকা নেবেয সেই সঙ্গে যাত্রাপথও আরও বেশি আরামদায়ক হবে।