Mahua Moitra: মহুয়ায় চটে লাল তাঁরই এলাকার তৃণমূল বিধায়করা, মমতাকে চিঠি বিক্ষুব্ধদের

Mahua Moitra: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁর বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ এনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন তাঁরই এলাকার তৃণমূল বিধায়করা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra has right to defend herself says delhi high court

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

six tmc mlas complained against mahua moitra: এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন তাঁরই লোকসভা কেন্দ্রের আওতাধীন বিধানসভা কেন্দ্রের ৫ বিধায়ক। এছাড়াও অভিযোগপত্রে সই রয়েছে আরও এক তৃণমূল বিধায়কের।

Advertisment

তৃণমূলের দাপুটে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নালিশ জানালেন তাঁরই দলের ছয় বিধায়ক। মহুয়ার নামে চিঠি লিখেছেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, নাকাশি পাড়ার বিধায়ক কল্লোল খাঁ, পলাশি পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। 

মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ? 

এই ছয় তৃণমূল বিধায়কের অভিযোগ, মহুয়া মৈত্র নিজেদের সংসদীয় এলাকায় ইচ্ছামতো দল পরিচালনা করছেন। বিধায়কদের সঙ্গে কোনও আলোচনা না করেই দলের ব্লক সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের বদলে দিচ্ছেন। বেশ কিছু এলাকায় 'সমাজবিরোধী' বলে পরিচিত লোকজনের সঙ্গেও যোগাযোগ রেখে এলাকায় বিরোধীদের হাত শক্ত করছেন মহুয়া, এমনও নালিশ রয়েছে তাঁর বিরুদ্ধে। সামনেই ২০২৬ সালের বিধানসভা ভোট। শাসকদলের ওই বিধায়কদের আরও অভিযোগ, ইতিমধ্যেই মহুয়া মৈত্র বেশ কয়েকজনকে '২৬-এর নির্বাচনে তৃণমূলের টিকিট দেওয়ার কথাও প্রতিশ্রুতি দিয়ে জানিয়ে রেখেছেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বিধানসভায় বিরল সৌজন্য! মমতার সরকারের পাশে দাঁড়িয়ে দিল্লি দরবারেও রাজি শুভেন্দু

আরও পড়ুন- Hooghly News: মুহূর্তের খবরেই দুরন্ত 'অ্যাকশন', ফিল্মি কায়দায় হানা দিয়ে ডাকাত ধরল পুলিশ!

আরও পড়ুন- Bangladesh News: 'মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা', তালিবানি শাসন শুরু বাংলাদেশেও?, অগ্নিমিত্রার পোস্টে প্রশ্ন

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও চিঠি দিয়েছেন শাসকদলের ওই বিধায়করা। বিক্ষুব্ধ বিধায়কদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে? কিংবা এই অভিযোগের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রেও কী ভূমিকা থাকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, রাজনৈতিক মহলের নজর সেদিকেই।

tmc Mahua Moitra Bangla News Bengali News Today West Bengal News CM Mamata banerjee news in west bengal news of west bengal