Housing project:নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের, বাংলার এই পুরসভা এলাকায় ছোট জমিতেও বাড়ি তৈরির ছাড়পত্র

small plot housing: এবার অল্প জমিতেও বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন দেবে রাজ্য সরকার। এই ব্যাপারে আগের নিয়ম সংশোধন করা হয়েছে।

small plot housing: এবার অল্প জমিতেও বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন দেবে রাজ্য সরকার। এই ব্যাপারে আগের নিয়ম সংশোধন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Municipal Corporation,small plot housing,  house construction approval,  state government  ,urban development,  housing project  ,West Bengal infrastructure  ,housing policy,কলকাতা পুরসভা  ,ছোট জমিতে বাড়ি,  বাড়ি তৈরির ছাড়পত্র  ,রাজ্য সরকার,  নগর উন্নয়ন  ,আবাসন প্রকল্প,  পশ্চিমবঙ্গ অবকাঠামো,  হাউজিং নীতি

small plot housing: প্রতীকী ছবি।

small plot housing:এবার কলকাতা পুরসভা এলাকায় স্বল্প জমিতে বাড়ি তৈরিতে অনুমোদন দিলে রাজ্য সরকার। জানা গিয়েছে, পুর এলাকার মধ্যে আধকাঠা বা তারও কম জমিতে কেউ বাড়ি তৈরি করতে চাইলে সে ব্যাপারে সরকারি ছাড়পত্র মিলবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে বিল্ডিং রুলস সংশোধন করা হয়েছে।

Advertisment

কলকাতা পুরসভা এলাকায় ৫০০ বর্গফুট জমিতেও এবার নির্মাণের ছাড়পত্র দেওয়া হবে। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি তৈরি করার অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল না পুরসভার।

তবে রাজ্যের নতুন এই নিয়মে এবার সেই বাধা কেটে গেল বলে জানিয়েছেন তিনি। নয়া নিয়মে এবার কেউ আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করতে চাইলে সে ক্ষেত্রে প্ল্যান স্যাংশন করবে পুরসভা।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:OBC মামলায় ফের ধাক্কা, রাজ্যের আর্জিতে কান পাতল না সুপ্রিম কোর্ট

 স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়াটাই হবে অনলাইনে। এক্ষেত্রে মিউটেশন, কনভারশন সহ বাকি সমস্ত আইনি কাজ নিয়ম মোতাবেক করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বহু ছোট জমির মালিকেরা উপকৃত হবেন।

আরও পড়ুন-Abhishek Banerjee:'লোকসভা ভেঙে দেওয়া হোক, বাতিল হোক কেন্দ্রের সরকার', SIR ইস্যুতে সোচ্চার অভিষেক

কলকাতা পুরসভা এলাকার অধীনস্থ বেশ কিছু এলাকায় ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে এতদিন বেশ কিছু বাধা নিষেধ ছিল। আইনের ঘেরাটোপে ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে সমস্যা ছিল। তবে এবার রাজ্য বিল্ডিং রুলস সংশোধন করায় সেই জটিলতা কাটল। এবার থেকে কলকাতা পুরসভা এলাকায় ছোট জমিতে বাড়ি তৈরি করতে গেলে সরকার তাতে ছাড়পত্র দেবে।

আরও পড়ুন-plane crash:ফের বিরাট বিমান দুর্ঘটনা! আমেরিকায় নামার সময়েই ধাক্কা অন্য উড়ানে, মুহূর্তে বিধ্বংসী আগুন

Kolkata Municipal Corporation Bengali News Today house