Son-in-law beats up brother-in-law over family dispute in Sonarpur: পারিবারিক অশান্তির জেরে এবার শ্যালকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা জামাইবাবুর। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা জামাইবাবুর। গুরুতর জখম শ্যালক রাজা শ্রীবাস্তব জামাইবাবুর নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিন মদ্যপান করেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটেছিল। স্ত্রীর উপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও তাঁকে মারধর করার শব্দ শুনে ছুটে আসেন।
তিনি জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন। অভিযোগ, নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন। শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন শ্যালককে। গুরুতর আহত হন রাজা। ওই রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়।
আরও পড়ুন- Bhangar Incident: আরাবুল-শওকতদের ভাঙড়ে ফেলে মার পুলিশকে, কিল-চড়-ঘুঁসি-লাথি, বাদ গেল না কিছুই!
গভীর রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে এই ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজা ও তার পরিবার। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- West Bengal News Live:আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলায় দমকলকর্মীরা
আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও সৌরভের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
আরও পড়ুন- RG Kar: 'অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানোর পুরস্কার', অভিযোগ উড়িয়ে কী বললেন পানিহাটির নয়া চেয়ারম্যান সোমনাথ দে?