Sonarpur news:সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার

mob attack death: ফের গণপিটুনিতে মৃত্যু যুবকের। তদন্তে নেমে পুলিশ তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে।

mob attack death: ফের গণপিটুনিতে মৃত্যু যুবকের। তদন্তে নেমে পুলিশ তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে।

author-image
Mina Mondal
New Update
Sonarpur news, mob attack death, Ranjit Mondal, TMC panchayat member arrest, South 24 Parganas, political violence, local dispute, CPM reaction, law and order issue, police investigation, West Bengal crime,সোনারপুর সংবাদ, গণপিটুনিতে মৃত্যু, রঞ্জিত মণ্ডল, তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার, দক্ষিণ ২৪ পরগনা, রাজনৈতিক হিংসা, স্থানীয় বিবাদ, সিপিএম প্রতিক্রিয়া, আইনশৃঙ্খলা প্রশ্ন, পুলিশ তদন্ত, পশ্চিমবঙ্গ অপরাধ

mob attack death: গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে।

mob attack death:দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে।

Advertisment

ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ।

সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট বিপত্তি, ৩৫হাজার ফুট থেকে....বুক কাঁপানো ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পঞ্চায়েত সদস্যসহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন- Burdwan news:জুলুমবাজির প্রতিবাদের মাশুল, গ্রামবাসীকে বেধড়ক মারে খুনের চেষ্টা, গ্রেফতার ডাকাবুকো তৃণমূল নেতার ভাই

এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। সিপিএমের আইনজীবী নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও বিধায়কের ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি—আইন নিজের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না। গণপিটুনির এই ঘটনা ফের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দায় নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন-ED raids:দুর্গাপুজো মিটতেই অ্যাকশন মোডে ED! দাপুটে মন্ত্রীর অফিস-সহ কলকাতার দিকে দিকে হানা

Mob Lynching Death Sonarpur tmc