Advertisment

TMC: তৃণমূলের সব পদ থেকে ইস্তফা, শুভেন্দুর হাত ধরেই এবার বিজেপিতে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী?

TMC: তাঁর স্বামী এক সময়ে রাজ্যের দাপুটে মন্ত্রী ছিলেন। তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার তাঁর স্ত্রীও দলের সব পদ থেকে ইস্তফা দিলেন।

author-image
Debanjana Maity
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

TMC: এবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের। পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে কয়েক মাস আগেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুমনা। তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্রও পাঠিয়েছিলেন বলে সূত্রের খবর। এরপর গতকাল তৃণমূলের জেলা সভাপতিকে টেলিফোন মারফত পদত্যাগের কথা জানিয়ে দেন তিনি। এক সময় পূর্ব মেদিনীপুর জেলায় দাপুটে তৃণমূল নেতা ছিলেন সুমনা মহাপাত্রের স্বামী সৌমেন মহাপাত্র। 

Advertisment

রাজ্যের একাধিক মন্ত্রীর পদ সামলেছেন সৌমেন মহাপাত্র। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তৃণমূলের জেলা সভাপতিও হয়েছিলেন সৌমেনবাবু। কিন্তু পরবর্তী সময়ে সৌমেন মহাপাত্রকে মন্ত্রিত্ব এবং জেলা সভাপতির পদ থেকেও সরিয়ে দেয় তৃণমূল। সেই সময়েই কানাঘুষো শোনা যাচ্ছিল সৌমেন মহাপাত্র হয়তো লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন তাই মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু পরে ওই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দেবাংশু ভট্টাচার্যকে। জেলায় সৌমেন মহাপাত্রের পর এবার তাঁর স্ত্রীর সব পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের দাবি দল থেকেও এখন বেশ কোণঠাসা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাঁশকুড়ায় একাধিকবার সুমনা মহাপাত্রের বিরুদ্ধে দলীয় গোষ্ঠী কোন্দলও সামনে এসেছে। ওই পুরসভার একাধিক কাউন্সিলের সঙ্গে সুমনা মহাপাত্র দ্বন্দ্ব রয়েছে। কয়েকদিন আগে আরজি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুমনা ও সৌমেন মহাপাত্রের পুত্র বোধিসত্ত্বর নাম জড়িয়ে দেওয়ার বিষয়ে দলের একাংশকেই দায়ী করেছিলেন সৌমেন-সুমনা।

আরও পড়ুন- NQAS: শুভেন্দুরা যতই গালমন্দ করুন! খোদ মোদী সরকারের রিপোর্টই বলছে 'সেরার সেরা' বাংলা

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?

আরও পড়ুন- Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে হাতে-পায়ে ধরে TATA-কে ফেরাব', সিঙ্গুরে বললেন শুভেন্দু

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি আগে সুব্রত বক্সী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে শুনেছি। গতকাল আমাকে উনি ফোনে পদত্যাগের বিষয়ে জানান।" তবে কি তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সুমনা? চর্চা বাড়ছে। যদিও সুমনা মহাপাত্র নিজে বলেছেন, "আমি দলের একজন কর্মী হয়ে কাজ করতে চাই।"

tmc bjp Suvendu Adhikari Purba Medinipur
Advertisment