Eastern Rail-Sealdah Division: প্রতি বছরের মতো এবার দুর্গাপুজোতেও কলকাতা ও শহরতলিতে প্যান্ডেল হপিংয়ে সুবিধা দিতে দারুণ ভূমিকায় দেখা গিয়েছে রেলকে। দুর্গাপুজোর দিনগুলিতে পূর্ব রেলওয়ে যাত্রীদের জন্য অতিরিক্ত ট্রেন চালিয়েছে। যাতে সহজেই বেশি সংখ্যক যাত্রী পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছে যেতে পারেন। পুজোর দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে এক কোটিরও বেশি যাত্রী শহরতলির বিভিন্ন স্টেশনে যাতায়াত করেছেন। এব্যাপারে রীতিমতো বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে রেলের তরফে।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
শিয়ালদহ ডিভিশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত (৮.১০.২৪ থেকে ১২.১০.২৪) ১ কোটিরও বেশি শহরতলির যাত্রী যাতায়াত করেছেন। আগের বছরে এই একই সময়ের মধ্যে এই সংখ্যাটা ছিল ৯৫ লক্ষ ৩৬ হাজার। গতবারের তুলনায় এবছর ৫.১৬ শতাংশ যাত্রী বেড়েছে।
শিয়ালদহ ডিভিশনে দুর্গাপুজোর দিনগুলিতে গড়ে প্রতিদিন ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এই বছরে অতিরিক্ত পুজো স্পেশাল ট্রেন চালানোর মাধ্যমে সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রীর যাতায়াত নিশ্চিত করেছে।
আরও পড়ুন- Weekend Trip: কলকাতার নাকের ডগায় অসাধারণ এই সমুদ্রতট, গেলে ফিরতে মনই চাইবে না!
আরও পড়ুন- Junior Doctor's Protest: মধ্যস্থতার ইচ্ছাপ্রকাশে অপর্ণা সেন, পরমব্রতদের কী জবাব আন্দোলনকারী ডাক্তারদের?
আরও পড়ুন- Junior Doctor's Hunger Strike: নামছিল রক্তচাপ, প্রাথমিক চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন না! হাসপাতালে আরও এক জুনিয়র ডাক্তার
পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত সুপারভাইজার, RPF কর্মীদের শিয়ালদহ বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছিল। যাত্রীদের প্রয়োজনে তাঁদের সাহায্য করার জন্য মে আই হেল্প ইউ বুথ, মেডিকেল টিম ইত্যাদিকেও প্রস্তুত রাখা হয়েছিল।