/indian-express-bangla/media/media_files/2025/08/15/cats-2025-08-15-17-16-54.jpg)
মৃত্যু হল যোগ্য চাকরিহারা শিক্ষকের
স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক মৃত্যু চাকরিহারা এক স্কুল-শিক্ষকের। সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। বছর ৩৬-এর সুবল সোরেনও ছিলেন তাঁদেরই একজন। গত সোমবার হঠাৎ স্ট্রোক, আজ শুক্রবারেই সব শেষ।
পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনী বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সুবল সোরেন। তিনিও ২০১৬ সালে SSC-এর নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন।
শীর্ষ আদালত ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। রাজ্যের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সুবল সোরেনও ছিলেন চাকরিহারাদেরই একজন।
আজ সমগ্র দেশ যখন মহাসমারোহে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গে মানসিক উৎকণ্ঠার জেরে একজন আদিবাসী শিক্ষকের অকাল মৃত্যু ঘটল। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের দাবি অনুযায়ী, চরম মানসিক চাপ এবং উৎকণ্ঠার থেকে সৃষ্ট ব্রেন স্ট্রোকে এই মর্মান্তিক মৃত্যু। এই কঠিন মুহূর্তে আমি… pic.twitter.com/vpqB017TmO
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 15, 2025
গত সোমবার আচমকা ওই যুবকের স্ট্রোক হয়েছিল বলে জানা যায়। তড়িঘড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে সেখানেও তার শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
দিন কয়েক সেখানেই চিকিৎসাধীন ছিলেন সুবল সোরেন। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন সকালবেলাতেই সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- Road accident:গঙ্গাসাগরে পুণ্যাস্নান সেরে আর বাড়ি ফেরা হল না...পথেই বীভৎস দুর্ঘটনার বলি ১০