Death:চাকরি ফেরতের দাবিতে আন্দোলনের মাঝেই থামল লড়াই! আচমকা নিভল তরতাজা এক জীবনের প্রদীপ...

Death during protest: স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক এই মৃত্যু। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ওই যুবকের একদা সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

Death during protest: স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক এই মৃত্যু। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ওই যুবকের একদা সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

মৃত্যু হল যোগ্য চাকরিহারা শিক্ষকের

স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক মৃত্যু চাকরিহারা এক স্কুল-শিক্ষকের। সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। বছর ৩৬-এর সুবল সোরেনও ছিলেন তাঁদেরই একজন। গত সোমবার হঠাৎ স্ট্রোক, আজ শুক্রবারেই সব শেষ।

Advertisment

পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনী বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সুবল সোরেন। তিনিও ২০১৬ সালে SSC-এর নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন।

শীর্ষ আদালত ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। রাজ্যের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সুবল সোরেনও ছিলেন চাকরিহারাদেরই একজন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আচমকা অসুস্থ পড়ুয়ারা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

গত সোমবার আচমকা ওই যুবকের স্ট্রোক হয়েছিল বলে জানা যায়। তড়িঘড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে সেখানেও তার শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

আরও পড়ুন- Suvendu-Becharam:'বেচারাম যেদিন ডাকাত হবে সেদিন অধিকারী পরিবার থাকবে না', শুভেন্দুকে আগুনে হুঙ্কার মন্ত্রীর!

দিন কয়েক সেখানেই চিকিৎসাধীন ছিলেন সুবল সোরেন। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন সকালবেলাতেই সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- Road accident:গঙ্গাসাগরে পুণ্যাস্নান সেরে আর বাড়ি ফেরা হল না...পথেই বীভৎস দুর্ঘটনার বলি ১০

Death teacher WB SSC Scam