/indian-express-bangla/media/media_files/2025/01/30/61akIbnPHtISpxjD2v9V.jpg)
Kolkata Metro: প্রতীকী ছবি।
metro defacement stern action:মেট্রোর কামরায় যাত্রীদের একাংশের অভব্যতা রুখতে এবার কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। সম্প্রতি কলকাতা মেট্রোয় একটি ঘটনার উল্লেখ করে সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্লু লাইনের একটি মেট্রো রেকের (MR-409) কোচ নং 4036-এর ৫ নম্বর দরজায় সম্প্রতি একজন যাত্রী কালো স্প্রে রঙ দিয়ে বিকৃত করেছেন।
এই ধরনের কাজ কোচের নান্দনিক চেহারাকে ক্ষতিগ্রস্ত করেছে। উক্ত কোচের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একজন পুরুষ যাত্রী দরজাটি বিকৃত করেছেন। অপরাধীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ করা হয়েছে।
কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মেট্রোরেল সব যাত্রীদের সহায়তা এবং সহযোগিতায় দ্রুত এবং ঝামেলামুক্ত পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মেট্রো রেলওয়ে, কলকাতা শহরের গর্ব। কিন্তু এই ধরনের কাজ এর ভাবমূর্তি নষ্ট করেছে এবং মেট্রো ব্যবহারকারী এবং প্রেমীদের অনুভূতিতেও আঘাত করেছে।
মেট্রো কর্তৃপক্ষ সকলকে মেট্রো প্রাঙ্গণে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। রেক এবং স্টেশনগুলিতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার সাহায্যে এই ধরনের কার্যকলাপ সহজেই রেকর্ড করা যাবে এবং অপরাধীদের শনাক্ত করা যাবে। এই ধরনের কার্যকলাপে জড়িত যে কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।