/indian-express-bangla/media/media_files/gSylC8rGwx7kjWasw1sF.jpg)
প্রতীকী ছবি।
Kolkata Metro: আবারও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সোমবার দুপুরে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয়েছে মেট্রোরেলের পরিষেবা। আচমকা বন্ধ হয়ে গিয়েছিল দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রোরেলের পরিষেবা। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে ঘোর বিপাকে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে এদিন বেলা ১১ঃ৪৫ মিনিট শোভাবাজার সুতানুটি স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তবে সচেষ্ট ছিল রেল পুলিশও। দ্রুত বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মেট্রোরেলের লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
তবে আত্মহত্যার চেষ্টার জেরে সোমবার দুপুরে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় মেট্রো রেল পরিষেবা ব্যাহত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছিল দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা। সোমবার এই ঘটনার জেরে প্রায় ৩৩ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধারের পর ফের বেলা ১২.১৮ মিনিটে মেট্রোরেলের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়।
আরও পড়ুন- Weekend Trip: কলকাতার নাকের ডগায় অসাধারণ এই সমুদ্রতট, গেলে ফিরতে মনই চাইবে না!
পুজোর ছুটির পর আজই প্রথম কাজের দিন। স্বাভাবিকভাবেই ট্রেন-বাসের পাশাপাশি মেট্রোর কামরাতেও প্রায় স্বাভাবিক ভিড়ই চোখে পড়েছিল। তবে আচমকা আত্মহত্যার চেষ্টার জেরে আধঘণ্টার বেশি সময় ধরে মেট্রোরেলের পরিষেবা ব্যাহত হওয়ায় এদিন ঘোর দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।