/indian-express-bangla/media/media_files/2025/04/21/6lvywOgHq7Fyh8RkzUsF.jpg)
Digha News: দিঘার সমুদ্রে ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি।
Sukanta Majumdar alleges Tmc conspiracy behind Jagannath idol floating in Digha sea: দিঘার (Digha) মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে এসেছে জগন্নাথ দেবের (Jagannath Dev) একটি কাঠের মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে সৈকতনগরীতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দা থেকে শুরু করে দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকেরা ভিড় জমান ভেসে আসা সেই জগন্নাথ মূর্তিটি দেখতে। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। তার আগে আশ্চর্য্যজনক এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে BJP। এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
Sukanta alleges Tmc conspiracy behind Jagannath idol floating in Digha sea: আগামী ২৯ এপ্রিল পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ ষজ্ঞ হবে। ঠিক তার পরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল মন্দিরের শুভ উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ইতিমধ্যেই সাজো-সাজো রব দিঘায়। মন্দির তৈরির কাজও একেবারে শেষের পথে। মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে অত্যন্ত আশ্চর্য্যজনক একটি ঘটনা ঘটে গিয়েছে সমুদ্র নগরীতে। রবিবার বিকেলে দিঘার সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ দেবের একটি মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সমুদ্র শহরে।
তবে দিঘায় জগন্নাথ দেবের এই মূর্তি ভেসে আসার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে মনে করে BJP। দলের রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে এই ব্যাপারে শাসকদল তৃণমূলকেই নিশানা করেছেন।
সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, "পুরী ধাম হল সকল ধামের মধ্যে শ্রেষ্ঠ। আর এখন, লজ্জাজনক রাজনৈতিক কারণে, কেউ কেউ এই পবিত্র হিন্দু স্থানের সাথে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। যারা এই জঘন্য কাজের পিছনে রয়েছে তাদের ঈশ্বর কঠোর শাস্তি দিন - কিন্তু সেই শাস্তি যেন পশ্চিমবঙ্গের মানুষের উপর না পড়ে।তৃণমূলের কিছু এজেন্ট এবং তাদের অনুগত মিডিয়া হাউসগুলি তাদের নোংরা খেলার জন্য যে মূর্তিটির অপব্যবহার করছে তার একটি ভাঙা হাত রয়েছে। এর স্পষ্ট অর্থ হল একসময় মূর্তিটি পূজা করা হত কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, কারণ হিন্দুধর্মে ভাঙা মূর্তি পূজা করা হয় না। এবং তবুও তারা এটিকে ঘিরে একটি গল্প তৈরি করেছে "জল থেকে ধুয়ে ফেলা"? অপমানজনক!"
তিনি আরও লিখেছেন, "দেবশিল্পী বিশ্বকর্মার তৈরি রূপে স্বয়ং ভগবান জগন্নাথ পবিত্র নিম কাঠের একটি টুকরো থেকে আবির্ভূত হয়েছিলেন। পুরী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক সত্তা বিরাজমান। এই সবকিছুই লিপিবদ্ধ আছে। এমনকি জগন্নাথ ধামের ভবিষ্যৎও সেই শাস্ত্রগুলিতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।"
Jai Jagannath 🙏
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 21, 2025
Please do not punish West Bengal for the shamelessness of the Trinamool Congress!
Puri Dham is the greatest of all dhams. And now, for disgraceful political reasons, some are trying to play with this sacred Hindu site. May those who are behind this… pic.twitter.com/W0QhgbBBMJ
আরও পড়ুন- Malda News: নীলকর সাহেবরা থাকতেন এখানে, এই বাড়ি ঘিরে গা ছমছম করা গল্প আজও লোকমুখে ঘোরে
"হিন্দু-বিরোধী এজেন্ডায় চরমভাবে ব্যর্থ হওয়ার পর, তৃণমূল কংগ্রেস এখন "জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র" কে মন্দির হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে যাতে ধাম এর পবিত্রতা নষ্ট করা যায় অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। চোখ খুলে দেখুন - ভগবান জগন্নাথের অসম্মানের পাপ নিজের কাঁধে নেবেন না।"
আরও পড়ুন-Kolkata Metro: কলকাতা মেট্রোর ইতিহাসে নতুন নজির! দুই কর্মীর তাকলাগানো কীর্তি দারুণ চর্চায়!