job scam: সরকারি চাকরির নামে কোটি টাকার প্রতারণা! চক্রের জাল ছড়িয়ে কতদূর? জানতে মরিয়া পুলিশ

forest department job scam: অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র মারফত মেলা তথ্যের ওপর ভিত্তি করে চলে দিকে দিকে অভিযান।

forest department job scam: অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র মারফত মেলা তথ্যের ওপর ভিত্তি করে চলে দিকে দিকে অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukumar Mandal arrested forest department job scam crores,forest department recruitment scam West Bengal Sukumar Mandal arrested,West Bengal forest department job fraud crores arrested,Sukumar Mandal forest job scam arrested,  forest department employment scam arrest WB Sukumar Mandal,সুকুমার মণ্ডল বন দপ্তরে চাকরি প্রতারণা কোটি টাকা গ্রেফতার,বনদফতরে চাকরি ফাঁস প্রতারণা সুকুমার মণ্ডল গ্রেপ্তার,পশ্চিমবঙ্গ বন দপ্তরের চাকরির প্রতারণা কোটি টাকা সুকুমার মণ্ডল,বন দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার সুকুমার,কোটি টাকায় বন চাকরি প্রতারণা মামলা সুকুমার মণ্ডল

Job Scam: গ্রেফতার অভিযুক্ত যুবক।

এবার বনদফতরে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শেষমেশ জালে প্রতারক। ধৃতকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। জালিয়াতির এই চক্রে যুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisment

বনদফতরে গ্ৰুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল। বিধাননগর উত্তর থানার হাতে গ্রেফতার সুকুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে রাজ্য বন দফতরের তরফেই বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। 

বনদফতর সেই অভিযোগপত্রে জানায়, কোনও এক ব্যক্তি একটি জয়েনিং লেটার নিয়ে বনদফতরেগিয়েছিলেন। সেই চিঠি খতিয়ে জানা যায় সেটি ভুয়ো। এর পরেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পড়ে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানতে পারেন, মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল গত দু'বছর ধরে এভাবে প্রতারণা করে চলেছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates: বড়সড় অভিযানে দুর্দান্ত সাফল্য! ৫০ হাজার কোটি দুর্নীতি মামলায় বিরাট গ্রেফতারি

কলকাতার নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তদন্তকারীদের অনুমান, এটি একটি বড়সড় চক্র হতে পারে। এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত সুকুমার মণ্ডলকে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায়। তাকে জেরা করেই এই চক্রের বাকি লোকজনদের হদিশ পেতে চান তদন্তকারীরা। 

আরও পড়ুন- Kanchan Mullick: কাঞ্চন মল্লিকের আচরণে যারপরনাই ক্ষুব্ধ চিকিৎসকদের সংগঠন, মুখ্যমন্ত্রীকে চিঠি

police Arrested Job scam