Job Scam:এবার বনদফতরে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শেষমেশ জালে প্রতারক। ধৃতকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। জালিয়াতির এই চক্রে যুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।
বনদফতরে গ্ৰুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল। বিধাননগর উত্তর থানার হাতে গ্রেফতার সুকুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে রাজ্য বন দফতরের তরফেই বিধাননগর উত্তর থানায় একটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছিল।
বনদফতর সেই অভিযোগপত্রে জানিয়েছিল, কোনও এক ব্যক্তি একটি জয়েনিং লেটার নিয়ে বনদফতরে গিয়েছিলেন। সেই চিঠি খতিয়ে দেখে বন দফতরের কর্তারা জানতে পারেন সেটি ভুয়ো। এর পরেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পড়ে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানতে পারেন, মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল গত দু'বছর ধরে এভাবে প্রতারণা করে চলেছে।
আরও পড়ুন- West Bengal News live updates: বড়সড় অভিযানে দুর্দান্ত সাফল্য! ৫০ হাজার কোটি দুর্নীতি মামলায় বিরাট গ্রেফতারি
কলকাতার নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তদন্তকারী পুলিশ আধিকারিকদের অনুমান, এটি একটি বড়সড় চক্র হতে পারে। এই দুষ্ট-চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত সুকুমার মণ্ডলকে দফায় দফায় জেরা তদন্তকারীদের। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায়। তাকে জেরা করেই এই চক্রের বাকি লোকজনদের হদিশ পেতে চান তদন্তকারীরা।
আরও পড়ুন- Kanchan Mullick: কাঞ্চন মল্লিকের আচরণে যারপরনাই ক্ষুব্ধ চিকিৎসকদের সংগঠন, মুখ্যমন্ত্রীকে চিঠি